বোনলেস চিলি চিকেন (boneless chilli chicken recipe in Bengali)

Trisha Majumder Ganguly
Trisha Majumder Ganguly @Trisha_1503
পাটনা

#ebook06
#week10
রবিবারের দুপুরের মেনুতে ছিলো।।

বোনলেস চিলি চিকেন (boneless chilli chicken recipe in Bengali)

#ebook06
#week10
রবিবারের দুপুরের মেনুতে ছিলো।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় সাপেক্ষ
৪-৫ জনের জন্য
  1. ৫০০ গ্রাম চিকেন টুকরো করে কাটা
  2. চিকেন ম্যারিনেট করার জন্যঃ-
  3. ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ১/২ টেবিল চামচ আদাবাটা
  6. ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  7. ১ টেবিল চামচ নুন
  8. ২ টেবিল চামচ সয়াসস
  9. ১/২ কাপ ময়দা
  10. ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  11. ১ টি ডিম
  12. প্রয়োজন মতো জল
  13. গ্রেভির জন্যঃ-
  14. ১ কাপ ক্যাপসিকাম কিউব করে কাটা
  15. ১ কাপ পেঁয়াজ টুকরো করে কাটা
  16. ২ টেবিল চামচ রসুন কুচি
  17. ১/২ কাপ টমেটো টুকরো
  18. ৩ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
  19. ২ টেবিল চামচ সয়াসস
  20. ২ টেবিল চামচ রেড বা গ্রীন চিলি সস
  21. ১ টেবিল চামচ টমেটো সস
  22. স্বাদমতোনুন
  23. ২ টেবিল চামচ ময়দা-কর্নফ্লাওয়ার ও ৪ টেবিল চামচ জলের মিশ্রণ
  24. সাদাতেল পরিমাণ মতো
  25. জল পরিমাণমতো

রান্নার নির্দেশ সমূহ

সময় সাপেক্ষ
  1. 1

    একটি পাত্রে গরম জল দিয়ে ধুয়ে রাখা চিকেন ও একে একে ম্যারিনেট করার সব উপকরণ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে হবে,

  2. 2

    পাঁচ ঘন্টা পরে ফ্রিজ থেকে মিশ্রণটি নামিয়ে কিছুসময় ঘরের তাপমাত্রায় রেখে দিতে হবে,

  3. 3

    তারপর কড়াইতে সাদাতেল গরম করে ম্যারিনেট করা চিকেনর টুকরোগুলো একে একে লালচে করে ভেজে তুলে নিতে,

  4. 4

    তারপর সেই তেল সামান্য কমিয়ে (মোটামুটি তিন টেবিল চামচ তেল কড়াইয়ে রেখে দিতে হবে) তাতে রসুন কুচি দিয়ে সামান্য নেড়ে তাতে টমেটো টুকরো দিয়ে মিশিয়ে নিতে হবে,

  5. 5

    তারপর তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচালঙ্কা দিয়ে সামান্য লালচে করে ভেজে নুন দিয়ে মিশিয়ে নিতে হবে,

  6. 6

    তারপর তাতে সয়াসস, চিলিসস, টমেটো সস, দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে,

  7. 7

    পাঁচ মিনিট পরে ঢাকা খুলে পরিমাণ মতো জল শুকিয়ে তাতে চিকেনর টুকরোগুলো দিয়ে নেড়ে নিতে হবে,

  8. 8

    তারপর তাতে ময়দা-কর্নফ্লাওয়ার ও জলের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিজের পছন্দমতো গ্রেভির ঘনত্ব রেখে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Trisha Majumder Ganguly
পাটনা
For me cooking is a therapeutic..Where I feel more alive than ever..
আরও পড়ুন

Similar Recipes