গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malai curry recipe in Bengali)

Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food

গলদা চিংড়ির মালাইকারি(golda chingrir malai curry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৫ জন
  1. ৮০০ গ্ৰামগলদা চিংড়ি মাছ
  2. ৭-৮ চা চামচ চামচ পেঁয়াজ বাটা
  3. ২-৩ চা চামচ আদা ও রসুন বাটা
  4. ১ কাপ নারকেল বাটা
  5. ১/২ কাপটক দই
  6. ২ চা চামচ কাশ্মীরী লাল লঙ্কা গুঁড়ো
  7. ৩ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  8. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতলবণ ও চিনি
  10. ১/২ চা চামচ গোটা জিরে
  11. ১ টা তেজপাতা
  12. ২ চা চামচ ঘি
  13. প্রয়োজন অনুযায়ী গরম মসলা
  14. পরিমাণ মতসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে গলদা চিংড়ি মাছ গুলো ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে একটু ফুটিয়ে নিন ।

  2. 2

    তার পর একটা কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে গলদা চিংড়ি মাছ গুলো হালকা করে ভেজে নিন ।

  3. 3

    এর পর ঐ তেল এর মধ্যে গোটা জিরে ও তেজপাতা দিয়ে দিন তার পর ওতে আদা ও রসুন বাটা দিয়ে দিন তার পর একটু ভেজে নিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দিন । তার পরে একে একে দ‌ই, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, দিয়ে দিন ভাল করে কষে নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে দিন ।

  4. 4

    এর পর গলদা চিংড়ি মাছ গুলো দিয়ে দিন এবং একটু কষে নিয়ে তাতে জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট পর ঢাকনা খুলে তাতে নারকেল বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তাতে ঘি ও গরম মসলা গুঁড়ো দিয়ে দিন ।

  5. 5

    এর পর গ্যাস বন্ধ করে দিন ।আর গরম গরম পরিবেশন করুন মজাদার গলদা চিংড়ি মাছ এর মালাইকারি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Satabdi Ghosh
Satabdi Ghosh @2206950food
আমি রান্না করতে খুব ভালবাসি। আর নতুন নতুন রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালবাসি ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes