তাওয়া‌ পিজ্জা(Tawa pizza recipe in Bengali)

Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

#DRC3
#week3
#Kid's Special
আমার ছেলের খুব পছন্দের এই তাওয়া‌ পিজ্জা। তাই বাড়িতে প্রায় বানিয়ে দি‌ ছেলেকে।

তাওয়া‌ পিজ্জা(Tawa pizza recipe in Bengali)

#DRC3
#week3
#Kid's Special
আমার ছেলের খুব পছন্দের এই তাওয়া‌ পিজ্জা। তাই বাড়িতে প্রায় বানিয়ে দি‌ ছেলেকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
১জন
  1. ২কাপ ময়দা
  2. ১/২কাপ দই
  3. ১চা চামচ খাবার সোডা
  4. ১/২চা চামচ বেকিং পাউডার
  5. স্বাদ মতলবণ
  6. প্রয়োজন অনুযায়ী চিনি
  7. ১টা সিমলা ‌মির্চ
  8. ১টা পেঁয়াজ
  9. ১/২ হলুদ বেল পেপার
  10. ১/২ লাল‌ বেল পেপার
  11. ১০০গ্রাম পনির
  12. ১‌চা চামচ অরিগ্যানো
  13. পরিমাণ মতচীজ

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা মেখে নিতে হবে খাবার সোডা, বেকিং পাউডার লবণ চিনি ও দই দিয়ে।আধ ঘন্টা বাঁকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    তার পর ময়দা টা ফুলে‌ উঠলে তার থেকে বড় রুটির মতো বানিয়ে নিতে হবে। তাওয়া‌তে সেঁকে নিতে হবে। এবার ওই রুটির ওপরে সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে নিতে হবে।

  3. 3

    এবার তাওয়ার উপর পিজ্জা টা দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করে নিলেই তৈরী হয়ে যাবে তাওয়া‌ পিজ্জা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarmi Sarmi
Sarmi Sarmi @7974_2009SSK

Similar Recipes