চিকেন পিৎজা

Srabanti Biswas
Srabanti Biswas @cook_15523748

#কস্তুরী'স কিচেন

চিকেন পিৎজা

#কস্তুরী'স কিচেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪জনের
  1. ৩ কাপ ময়দা
  2. পরিমাণ মতোনুন
  3. ১ চা চামচ বেকিং পাউডার
  4. ১ চা চামচ বেকিং সোডা
  5. ১ চা চামচ অরিগ্যানো
  6. ১/২ কাপফেটানো টক দই
  7. ১টেবিল চামচ সাদা তেল
  8. ১কাপ উষ্ণ দুধ
  9. ১টা ক্যাপসিকাম
  10. ১টা টমেটো
  11. ১টা পিঁয়াজ
  12. প্রয়োজন অনুযায়ীমজেরেলা চিজ
  13. প্রয়োজন অনুযায়ী টমেটো সস
  14. ২৫০গ্রাম বোনলেস / হাড় ছাড়া চিকেন সেদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    ময়দা, নুন,বেকিং পাউডার,বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।ফেটানো টক দই, অরিগ্যানো দিয়ে ভালো করে আবার মাখতে হবে। সাদা তেল দেবো। এরপর দুধ টা অল্প করে করে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  2. 2

    ময়দার ডো টা ২ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। তার পর আবার একটু অল্প ময়দা দিয়ে মেখে লেচি করতে হবে।

  3. 3

    একটু বড়ো করে বেলে নিতে হবে।খুব পাতলা যেনো না হয়।

  4. 4

    ১টা ফ্রাইং প্যানে রুটি টা দিয়ে ভালো করে ফ্রাইং প্যানের সমান করে নিতে হবে। চার পাশ টা একটু উচু করে নিতে হবে হাত দিয়ে।রুটির ওপর টা কাঁটা চামচ দিয়ে একটু ফুঁটো করে দিতে হবে।

  5. 5

    রুটির ওপরে টমেটো সস ভালো করে মাখিয়ে দিতে হবে। তার ওপর মোজেরেলা চিজ দিয়ে তারপর ক্যাপসিকাম, টমেটো, পিঁয়াজ,লম্বা করে কেটে সাজিয়ে দিতে হবে। আর সেদ্ধ করা চিকেন টা দিয়ে সাজিয়ে দিতে হবে।আবার ওপর দিয়ে চিজ দিতে হবে।আর পাশ থেকে একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে।যাতে ব্রেড টা ঠিক করে ফ্রাই হয়।

  6. 6

    এবার গ্যাস অন করে প্যান টা বসিয়ে দিতে হবে।ঢাকনা দিতে হবে। ঢাকনা তে ফুটো থাকলে সেটা ১টা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে।

  7. 7

    ১০ মিনিটের মধ্যেই দেখা যাবে চিজ টা গোলে যাচ্ছে। তাহলে বুঝবো রান্না টা হোয়ে গেছে।আস্তে করে পিৎজা টা প্লেট এ তুলে ওপর থেকে অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিলেই তৈরি চিকেন পিৎজা।।। বাচ্চা বড়ো সবার খুব পছন্দের খাবার এটা।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srabanti Biswas
Srabanti Biswas @cook_15523748

Similar Recipes