আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা

PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

#আমের রেসিপি
আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা, আমার একটি ইনোভেটিব রেসিপি যেটি খুবই সুস্বাদু হয় ।

আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা

#আমের রেসিপি
আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা, আমার একটি ইনোভেটিব রেসিপি যেটি খুবই সুস্বাদু হয় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা ১০ মিনিট
  1. ৬৫০ গ্রাম আম
  2. ৭৫০ মিলিলিটার দুধ
  3. ১ কাপ চালের গুঁড়ো
  4. ১/২ কাপ চিনি
  5. ৩ টি এলাচ
  6. ২ টেবিল চামচ কাজুবাদাম কুচি
  7. ২ টেবিল চামচ আমন্ড বাদাম কুচি
  8. স্বাদ মতোনুন
  9. ৪ টেবিল চামচ গরম জল
  10. পুর বানানোর জন্য:-
  11. ২ টি আপেল
  12. ১ টেবিল চামচ ঘি
  13. ১২৫ গ্রাম খোয়া ক্ষীর
  14. ১/২ কাপ চিনি
  15. ২ টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো
  16. ১ চিমটি দারুচিনি গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা ১০ মিনিট
  1. 1

    প্রথমে ২ টি আপেল কে ছোটো ছোটো করে কেটে নিন।

  2. 2

    এবার পুর বানিয়ে নেওয়ার জন্য, কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন ।

  3. 3

    এবার তাতে কুচিয়ে নেওয়া আপেল গুলো দিয়ে ২ মিনিটের জন্য নাড়াচাড়া করে নিন ।

  4. 4

    ২ মিনিট বাদ, ১২৫ গ্রাম খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

  5. 5

    ৪ মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে রান্না করুন ।

  6. 6

    এবার তাতে ১/২ কাপ চিনি এবং ২ টেবিল চামচ কাজুবাদাম গুঁড়ো দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিন ।

  7. 7

    কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে রান্না করুন যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে একটি সুন্দর মিশ্রণে পরিনত হয়।

  8. 8

    এখন এতে এক চিমটি দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন ।

  9. 9

    এবার একটি প্লেটে নামিয়ে নিয়ে আপেলের পুর টিকে ঠান্ডা করে নিন ।

  10. 10

    এবার পুলি পিঠা বানানোর জন্য, ৬৫০ গ্রাম আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন (বীজ গুলো ফেলে দিন)।

  11. 11

    এবার একটি মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া আমের টুকরো গুলো দিয়ে একটি মসৃণ পেস্ট (পাল্প) বানিয়ে নিন ।

  12. 12

    এবার একটি প্লেটে ৪ টেবিল চামচ গরম জল, স্বাদমতো নুন এবং ৫ টেবিল চামচ আমের পাল্প নিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

  13. 13

    এবার তাতে ১ কাপ চালের গুড়ো দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিন এবং এটিকে ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ।

  14. 14

    এই সময়ে একটি প্যানে ৭৫০ মিলিলিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিন ।

  15. 15

    দুধটি যখন ফুটতে শুরু করবে তখন ৩ টি এলাচ দিন এবং আবারও ভালো করে ফুটিয়ে নিন যতক্ষণ না পর্যন্ত দুধটি ৫০০ মিলিলিটার হয়ে আসবে ।

  16. 16

    অন্যদিকে, ঢেকে রাখা ডো টিকে আবারও একটু থেসে নিয়ে ছোটো ছোটো বলের আকারে কেটে নিন ।

  17. 17

    এবার একটি বল নিয়ে দুই হাতের সাহায্যে বাটির মতো গড়ে তারমধ্যে আপেলের পুর টি দিয়ে মুখটি ভালো করে বন্ধ করে পুলি পিঠার মতো বানিয়ে নিন ।

  18. 18

    সব পিঠা গুলো একইভাবে গড়ে নিন।

  19. 19

    এখন চুলার আঁচ টা বাড়িয়ে দিয়ে বানিয়ে নেওয়া পিঠা গুলো ৫০০ মিলিলিটার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিন ।

  20. 20

    মাঝারি আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন

  21. 21

    ১০ মিনিট বাদ, পিঠাগুলো সেদ্ধ হয়ে এলে তাতে ১/২ কাপ চিনি দিয়ে আবারও ২ মিনিট ভালো করে ফুটিয়ে নিন ।

  22. 22

    এখন বাকি আমের পাল্প টা এতে দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।

  23. 23

    ওপর থেকে ২ টেবিল চামচ কাজুবাদাম কুচি এবং ২ টেবিল চামচ আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিন।

  24. 24

    আমের পাল্প টা দেওয়ার পর যখন মিশ্রণটা ফুটতে শুরু করবে তখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েই ঢেকে রাখুন।

  25. 25

    কিছুক্ষণ বাদ ঢাকনা খুলে পরিবেশন করুন আপেল স্টাফড আমের দুধপুলি পিঠা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
PUJA PANJA
PUJA PANJA @cookpuja12

Similar Recipes