ফুলকপি চিংড়ির কারি

Ria Chakraborty Sarkar
Ria Chakraborty Sarkar @cook_16184584
Durgapur

ফুলকপি চিংড়ির কারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামচিংড়ি মাছ।
  2. 1 টি মাঝারি আকারের ফুলকপি।
  3. 1চা চামচআদাবাটা।
  4. 2 চা চামচপেঁয়াজ বাটা।
  5. 1/2 চা চামচজিরা বাটা।
  6. 1চা চামচশুকনো লঙ্কা বাটা।
  7. 1/2 বাটি টমেটো কুচি।
  8. পরিমাণ মতোহলুদ গুঁড়ো,নুন,চিনি।
  9. পরিমাণ মতোসর্ষের তেল ।
  10. 2 টি কাঁচা মরিচ।
  11. সামান্যকাশ্মীরি লঙ্কা গুঁড়ো ।
  12. পরিমাণ মতোগোটা গরম মসলা ফোড়নের জন্য।
  13. প্রয়োজন অনুযায়ী জল।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ফুলকপি টুকরো করে কেটে ভাপিয়ে জল ফেলে নিতে হবে সামান্য নুন দিয়ে।মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রাখতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে ফুলকপির টুকরো গুলো ভালো করে ভেজে তুলুন।ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরিয়ে এলে টমেটো কুচি দিয়ে ভাজুন।

  3. 3

    টমেটো নরম হয়ে এলে সব বাটা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  4. 4

    তেল ছাড়লে ওতে দিন ভাজা ফুলকপি গুলো।কষিয়ে নিন।সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।

  5. 5

    জল শুকিয়ে গেলে চিংড়ি মাছ দিন, আর পরিমাণ মতো নুন,মিষ্টি দিয়ে মিশিয়ে আরো একটু জল দিয়ে ফুটিয়ে নিন।

  6. 6

    ঝোল ঘন হয়ে এলে গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ria Chakraborty Sarkar
Ria Chakraborty Sarkar @cook_16184584
Durgapur

মন্তব্যগুলি

Similar Recipes