আপেল পুডিং (Apple Pudding recipe in Bengali)

Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

#ebook2 #জামাইষষ্ঠী কি মিস্টি ছাড়া চলে। কিন্তু একটু অন্য রকম মিস্টি। আপেল দিয়ে তৈরী খুবই সুস্বাদু একটি মিস্টি রেসিপি শেয়ার করছি জামাইষষ্ঠী উপোলক্ষে।

আপেল পুডিং (Apple Pudding recipe in Bengali)

#ebook2 #জামাইষষ্ঠী কি মিস্টি ছাড়া চলে। কিন্তু একটু অন্য রকম মিস্টি। আপেল দিয়ে তৈরী খুবই সুস্বাদু একটি মিস্টি রেসিপি শেয়ার করছি জামাইষষ্ঠী উপোলক্ষে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ থেকে ২০ মিন
৪ - ৫ জন
  1. ২ টো ছোটো ছোটো কিউব করা আপেল
  2. ২ টেবিল চামচবাটার
  3. ২ কাপ চিনি
  4. ২ টেবিল চামচ কাসটার্ড পাওডার
  5. ৪ টেবিল চামচআমুল্ গুঁড়োদুধ
  6. ১ কাপ কনডেন্সড মিল্ক
  7. ১ কাপ দুধ
  8. ৪ ড্রপ ভ্যানিলা এসেন্স
  9. ২ টেবিল চামচ সিনামন পাওডার
  10. ১ কাপ উষ্ণ গরম জল
  11. প্রয়োজন অনুযায়ীঅল্প আলমন্ড কুচি

রান্নার নির্দেশ সমূহ

১৫ থেকে ২০ মিন
  1. 1

    প্রথমে একটা বড়ো প্যান নেব। তাতে ২ বড়ো চামচ বাটার দেব। হাল্কা গল্লে তাতে ছোটো ছোটো কিউব করা আপেলগুলো দিয়ে নাড়তে থাকব। (মাথায় রাখতে হবে, গ্যাসের আঁচ জেন একদম কম থাকে)।

  2. 2

    হাল্কা সফ্ট হলে তাতে ২ কাপ চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকব। জাতে সমস্ত আপেল বেশ হাল্কা ক্যারামলাইস্ড হয়ে যায়ে। ১ কাপ দুধ দিয়ে নাড়তে হবে।

  3. 3

    বেশ মাখা মাখা হয়ে এলে তাতে ২ বড়ো চামচ কাসটার্ড পাওডার ও ৪ বড়ো চামচ আমুল্য গুড়োদুধ মিক্স্চারটা (১ কাপ উষ্ণ গরম জলে আলাদা করে মিক্স্চার টা বানিয়ে নেব) দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

  4. 4

    ভালো করে মিশে গেলে তাতে ১ কাপ কনডেন্সড মিল্ক, ৪ দ্রপ ভ্যানিলা এসেন্শ, ২ বড়ো চামচ সিনামন পাওডার দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  5. 5

    বেশ ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে একটা পাত্রে, ওপরে অল্প চপ্ড আলমন্ড দিয়ে গারনীস করে ১ ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sevanti Iyer Chatterjee
Sevanti Iyer Chatterjee @cook_25449439
কলকাতা

Similar Recipes