রুই টমেটো কারি

Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

#কারি এবং গ্রেভি এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে ।

রুই টমেটো কারি

#কারি এবং গ্রেভি এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 5টুকরো রুই মাছ
  2. 2টো বড় টমেটো পেস্ট করা
  3. 4টে কাঁচা লঙ্কা চেরা
  4. 1/2চা চামচ জিরে গুঁড়ো
  5. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 1/2চা চামচ ধনে গুঁড়ো
  7. 1চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1/2চা চামচ কাশ্মীরী লঙ্কা গুরো
  9. 1টেবিল চামচ পেঁয়াজ বাটা
  10. 1চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদ মতোলবণ
  12. পরিমাণ মতোতেল
  13. 1/2চা চামচ কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ ও নুন দিয়ে মেখে নিতে হবে তার পর তেল গরম করে মাছ ভেজে তুলে রাখতে হবে ।

  2. 2

    তারপর ঐ কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরমকরে তাতে কালো জিরে ফোরণ দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে

  3. 3

    তারপর ওর মধ্যে টমেটো বাটা ও স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুড়ো ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে কষাতে হবে।তারপর অল্প জল দিয়ে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিতে হবে ।

  4. 4

    ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছ দিয়ে আবার ও একটু ঢেকে দুই মিনিট মতো রান্না করতে হবে ।

  5. 5

    তারপর গ্রেভি টা গা মাখা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে ।তাহলেই রেডি রুই টমেটো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasadi Debnath
Prasadi Debnath @cook_16030395
Murarai, Birbhum

মন্তব্যগুলি

Similar Recipes