দই বড়া (dahi vada recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#dol
এই গ্রীষ্মে আমার বাড়ির সকলে দই বড়া খেতে পছন্দ করে, বানিয়ে নিলাম দই বড়া।

দই বড়া (dahi vada recipe in Bengali)

#dol
এই গ্রীষ্মে আমার বাড়ির সকলে দই বড়া খেতে পছন্দ করে, বানিয়ে নিলাম দই বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫/৩০ মিনিট।
৩ -৪ জন।
  1. 2 কাপখোসা ছাড়ানো বিউলির ডাল
  2. 2 টি কাঁচা লঙ্কা
  3. 1 টেবিল চামচগোলমরিচ গুঁড়ো
  4. স্বাদ মত লবণ
  5. 1 চিমটিখাবার সোডা
  6. 1.5 কাপসাদা তেল
  7. 1টেবিল চামচ কালো সর্ষে চূর্ণ
  8. 1/2 কাপকাজু বাদাম চূর্ণ
  9. 2.5 কাপ টক দই
  10. 2টেবিল চামচ ধনে পাতা কুচি
  11. 1/4 চা চামচবিট লবণ
  12. 1/4 চা চামচমেথি
  13. 1 চা চামচগোটা কালো সর্ষে

রান্নার নির্দেশ সমূহ

২৫/৩০ মিনিট।
  1. 1

    প্রথমে ভালো করে ডাল বেছে নিলাম। পরিষ্কার করে ধুয়ে নিলাম, জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম। ছয় ঘণ্টা মেথি দিয়ে ভিজিয়ে রাখলাম।

  2. 2

    ছয় ঘণ্টা পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেষ্ট করে নিলাম। হাফ টি স্পুন সরষে চূর্ণ করে নিলাম, ডালের পেস্টের সঙ্গে সরষে চূর্ণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিলাম। আন্দাজ মতো লবণ মিশিয়ে নিলাম, খাবার সোডা মিশিয়ে নিলাম। এবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম।

  3. 3

    গ্যাস ওভেন জ্বালালাম, ফ্রাইং প্যান বসালাম। আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। মাঝারি আঁচে সতর্ক ভাবে সকল বড়া ভেজে তুলতে থাকলাম,মাঝে মাঝে তেল দিয়ে দিলাম, সকল বড়া তে সোনালী রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম। কালো সরষে র ফোড়ন বানিয়ে রাখলাম।

  4. 4

    হাফ টি স্পুন সরষে চূর্ণও কাজু বাদাম চূর্ণ দইয়ের সঙ্গে মিশিয়ে ঘুটে দিলাম, দই খুব ভালো করে ফেটিয়ে নিলাম। বড়া ভাজা সামান্য গরম থাকতে থাকতে ফেটানো দইয়ে ফেলে দিলাম। চার ঘণ্টা ফ্রিজে রেখে দিলাম।

  5. 5

    এবার অন্য একটি পাত্রে দই বড়া গুলি ঢেলে নিলাম, ধনে পাতা কুচি, কালো সরষে র ফোড়ন, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ ছড়িয়ে দিলাম।পরিবেশনের জন্য প্রস্তুত করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি (2)

Similar Recipes