স্টীম  সন্দেশ (steam sondesh recipe in B engali)

Madhurima Dhar Roy
Madhurima Dhar Roy @cook_24701286

স্টীম  সন্দেশ (steam sondesh recipe in B engali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4 জন
  1. 1 লিটারদুধ
  2. 4 চা চামচভিনিগার
  3. 1 কাপগুঁড়ো দুধ
  4. 1/2 কাপগুঁড়ো চিনি
  5. 1 চা চামচকেশর
  6. 1 চা চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে ভিনিগার দিয়ে দুধের ছানা কেটে নিতে হবে। তারপর পরিস্কার জলে ছানা ধুয়ে নিন ও জল ঝরিয়ে নিন ।ভালো করে জল ঝরিয়ে নেবেন।

  2. 2

    এরপর ছানা কে একটা থালার ওপর নিয়ে ভালো করে ঠেসতে থাকুন। বেশ কিছুক্ষণ ঠেসার পর ছানা স্মুথ হয়ে এলে তাতে উঁচু এক চাচামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিন,তার পর চিনি গুঁড়ো মিশিয়ে ঠেসে থাকুন।

  3. 3

    এরপর একটা আলুমিনিয়াম ফয়েলের বাটি বা যে কোনো বাটিতে মাখন দিয়ে গ্রীজ করে তাতে ছানা টা ভরে দিন।

  4. 4

    1/2 কাপ হালকা গরম জলে গুঁড়ো দুধ ও ময়দা মিশিয়ে নিন । এরপর ছানার উপর ঠেলে দিন।ওপর থেকে কেশর ছড়িয়ে দিন। পাত্রের মুখটা আলুমিনিয়ামের ফয়েল দিয়ে ঠেকে দিন।

  5. 5

    কড়াইতে স্ট্যান্ড রেখে তার মধ্যে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে জল ফুটতে শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর পর তাতে ছানার পাত্রটা বসিয়ে দিন। আঁচে রাখুন 15 মিনিট।

  6. 6

    15 মিনিট পর ঢাকা খুলে দিন। একটু ঠান্ডা হলে ছানাটা নামিয়ে পিস পিস করে কেটে নিন ও ফ্রিজে রেখে দিন। এরপর হালকা ঠান্ডা হলে পরিবেশন করুন স্টীম সন্দেশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhurima Dhar Roy
Madhurima Dhar Roy @cook_24701286

Similar Recipes