রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ৫০০ গ্রাম ইলিশ মাছ
  2. ২চা চামচসর্ষে পোস্ত বাটা
  3. ২ চা চামচটক দই ফেটানো
  4. ৪টে কাঁচালংকা
  5. ১/২ চা চামচহলুদ
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে

  2. 2

    এবার একটা পাত্রে টক দই ফেটিয়ে নিয়ে ওর মধ্যে পোস্তবাটা, সরষে বাটা, দিয়ে মাছ দিয়ে মাখিয়ে নিতে হবে

  3. 3

    এবার কড়াই গরম করে.. তেল দিয়ে মাখিয়ে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে... পাত্রটা ধুয়ে জল দিয়ে ওপর দিয়ে আরও একটু কাচা তেল ও লংকা চিরে দিয়ে ফুটে উঠলে আচ সিম করে কিছুক্ষন রেখে নামিয়ে নিতে হবে.. নামানোর পর আরও একটু কাচা তেল ছড়িয়ে দিয়েছি।.. গরম ভাতে দারুণ লাগে 💚💚

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ভানুমতী সরকার
Salt Lake

Similar Recipes