ডাল এর বরা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আমার এভাবে বরা দিয়ে ভাত আর সাথে 8-10 টা মরিচ হলে আর কিছুই লাগে না।

ডাল এর বরা

আমার এভাবে বরা দিয়ে ভাত আর সাথে 8-10 টা মরিচ হলে আর কিছুই লাগে না।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপমুসুর ডাল
  2. 1/4 কাপপেয়াজ কুচি
  3. 1/4 চা চামচহলুদ গুরা
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. 1/2 চা চামচধনে,জিরা গুরা
  6. লবণ
  7. 1 টে চামচকাচামরিচ,ধনেপাতা কুচি
  8. তেল

রান্নার নির্দেশ

  1. 1

    ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি

  2. 2

    এবার ডাল এ তেল ছারা সব উপকরন দিয়ে মেখে নিব

  3. 3

    কড়াইয়ে আঙুল এর আধা আঙুল ডুবে এমন মাপে তেল দিলাম

  4. 4

    বরাগুলো গোল করে নিয়ে একটু চেপ্টা করে তেল এ দিয়ে দিলাম

  5. 5

    কম আচে রেখে ঢাকনা দিয়ে দিলাম

  6. 6

    কিছুক্ষন পর ঢাকনা নমিয়ে উল্টিয়ে দিলাম

  7. 7

    এবার ঢাকনা ছারা কম আচে সময় নিয়ে ভেজে নিলাম।

  8. 8

    গরম গরম ভাত এর সাথে মুচমুচে বরা ও শুকনা মরিচ ভাজা দিয়ে খেতে দরুন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes