গার্লিক মাশরুম নুডুলস।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

গার্লিক মাশরুম নুডুলস।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট।
২ জনের জন্যে।
  1. ১ প‍্যাকেট-স্টিক নুডুলস
  2. ৫/৬টিবাটন মাশরুম।
  3. ৭/৮ টিকাজুবাদাম।
  4. স্বাদমতো-লবণ।
  5. ১ চা চামচ-রসুনকুচি।
  6. ২ চা চামচসয়াসস।
  7. ১ চা চামচ-চিলিফ্লেক্স।
  8. ১ চামচ-টমেটো সস।
  9. ১ চা চামচ-বাটার।
  10. ১/২ চা চামচ-গোলমরিচ গুড়া।
  11. ১ প‍্যাকেট-টেস্টমেকার।
  12. ১ চা চামচ-ধনেপাতা কুচি।

রান্নার নির্দেশ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে পানি গরম করে নুডুলস সিদ্ধ করে নিতে হবে।এরপর পানি ঝড়িয়ে রাখতে হবে।

  2. 2

    ফ্রাইপেন চুলায় বসিয়ে বাটার দিতে হবে।এরপর এতে রসুনকুচি ভাজতে হবে।এরপর মাশরুম কুচি,কাজুবাদাম ও চিলিফ্লেক্স দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এরপর সয়াসস,টমেটোসস,দিয়ে নাড়তে হবে।এরপর সিদ্ধ নুডুলস ও গোলমরিচ গুড়া দিতে হবে।

  4. 4

    এরপর টেস্টমেকার দিয়ে ভালো ভাবে নেড়ে,উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন গার্লিক মাশরুম নুডুলস।ধন্যবাদ।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes