বেগুন বাহার / দই বেগুন (begun bahar/ doi begun recipe in Bengali)

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

বেগুন বাহার / দই বেগুন (begun bahar/ doi begun recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২-৩জন
  1. বেগুন ম্যারিনেটের জন্য
  2. ১০০-১৫০ গ্রাম কচি বেগুন
  3. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  5. ১/২ চা চামচ নুন
  6. ১/৪ চা চামচ ভাজা পাঁচ ফোরণের গুঁড়ো
  7. ১.৫ চা চামচ সর্ষের তেল
  8. গ্রেভির জন্য
  9. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  10. ১/২ কাপ পেঁয়াজ বাটা
  11. ১ টা বড় টমেটো বাটা
  12. ২ চা চামচ আদা-রসুন বাটা
  13. ১ চা চামচ ধনে গুঁড়ো
  14. ১ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. স্বাদ মতো নুন
  18. ২/৩ কাপ সর্ষের তেল
  19. ২ চা চামচ আমন্ড বাদাম বাটা
  20. ১/৩ কাপ ফেটানো টক দই
  21. ১/৪ কাপ বেরেস্তা
  22. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  23. ১-২ টা কাঁচা লঙ্কা
  24. ১/৪ কাপ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে বেগুন গুলো কে ভাল করে ধুয়ে সাবধানে চিরে নিলাম।তবে বড় বেগুন হলে পছন্দ মতো সাইজের কেটে নিতে হবে।

  2. 2

    এবার একটি বাটিতে পরিমান মতো ম্যারিনেটের মশলা পরিমাণ মতো নিয়ে ভাল করে কেটে রাখা বেগুন গুলোতে মাখিয়ে ১০-১৫ মিনিটের জন্য রেখে দিলাম।

  3. 3

    একটি প্যানে পরিমান মতো তেল গরম করলাম।

  4. 4

    তেল গরম হলে পাতলা করে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। লাল করে ভেজে নিলাম কম আঁচে।

  5. 5

    পরিমান মতো বেরেস্তা সরিয়ে নিয়ে বাকী বেরেস্তা তে বেটে রাখা পেঁয়াজ দিলাম।১-২ মিনিট রান্না করে পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিলাম। আর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত রান্না করলাম।

  6. 6

    এবার টমেটো বাটা দিলাম আর ২-৩ মিনিট সব কিছু মিশিয়ে নিয়ে রান্না করলাম।

  7. 7

    এবার গুঁড়ো মশলা দিলাম পরিমান মতো।আর ভাল করে কষিয়ে নিলাম। এখানে প্রয়োজন হলে সামান্য গরম জল দেওয়া যেতে পারে।

  8. 8

    তেল ছেড়ে দিলে ম্যারিনেট করা বেগুন দিলাম।ঢাকা চাপা দিয়ে ১০ মিনিট করে ভেজে নিলাম।

  9. 9

    বেগুন গুলো ভাজা ভাজা হলে পরিমান মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাল করে সিদ্ধ করে নিলাম।

  10. 10

    ১৫-২০মিনিট পর বেগুন ভাল মতো সিদ্ধ হয়ে গেলে বাদাম বাটা আর ফেটানো টকদই দিলাম আর সব কিছু মিশিয়ে ৩-৪ মিনিট রান্না করলাম।এই সময় শুধু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিলাম।

  11. 11

    স্বাদ নতো নুন ও চিনি ভাল করে মিশিয়ে নিলাম।

  12. 12

    এবার গরম মশলা দিলাম। ভাল করে মিশিয়ে ঠিক গ্যাস বন্ধ করার আগে তুলে রাখা বেরেস্তা আর কুচোনো ধনে পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে ৫-৭ মিনিট রেখে গরম গরম ভাতের সাথে বেগুন বাহার পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes