সর্ষে -পোস্ত ঝালে চেরা পটলের কোর্মা (sorshe posto jhale chera potoler korma recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#GA4
#week26
এবারের গোল্ডেন আ্যাপ্রণের ধাঁধা থেকে কোর্মা বেছে নিয়ে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরী করেছি পটলের কোরমা যা সরষে -পোস্ত বাটায় সম্পূর্ণ বাঙালিয়ানা ধরে রেখেছে।

সর্ষে -পোস্ত ঝালে চেরা পটলের কোর্মা (sorshe posto jhale chera potoler korma recipe in Bengali)

#GA4
#week26
এবারের গোল্ডেন আ্যাপ্রণের ধাঁধা থেকে কোর্মা বেছে নিয়ে সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরী করেছি পটলের কোরমা যা সরষে -পোস্ত বাটায় সম্পূর্ণ বাঙালিয়ানা ধরে রেখেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৩জন
  1. ৬টাপটল
  2. ২ টেবিল চামচপোস্ত বাটা
  3. ১ টেবিল চামচ সর্ষে বাটা
  4. ১কাপনারকেলের দুধ
  5. স্বাদ মতনুন
  6. ২ চা চামচহলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ চিনি
  8. ২-৩ টে চেরা কাঁচা লঙ্কা
  9. ৪টেবিল চামচসাদা তেল
  10. ১ টেবিল চামচঘি
  11. ১চা চামচকালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    ছুরি দিয়ে প্রত‍্যেকটা পটলকে চিরে নিতে হবে এখন।

  3. 3

    এবার পটলে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এখন কড়াইতে প্রথমে সাদাতেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো পটল হালকা বাদামী করে ভেজে নিতে হবে।

  5. 5

    গ‍্যাসের ফ্লেম একদম লো তে রেখে পটলগুলো ভাজতে হবে।

  6. 6

    ভাজা পটল তুলে রেখে ঐ তেলে কালোজিরা ফোঁড়ন দিয়ে সরষে বাটা দিতে হবে।

  7. 7

    একটু নেড়ে পোস্তবাটা দিতে হবে।ভালো ভাবে কষে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে।

  8. 8

    এখন ভালো ভাবে কষে ভাজা পটল কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে।

  9. 9

    এখন নারকেলের দুধ ঢেলে একটু ফুটিয়ে ১চা চামচ চিনি আর চেরা কাঁচালঙ্কা দিতে হবে।

  10. 10

    ১চামচ ঘি ছড়িয়ে গ‍্যাস বন্ধ করতে হবে,গরম ভাতে দারুন লাগবে সরষে-পোস্ত ঝালে চেরা পটলের কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes