আলুর চপ (Aloor chop recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#স্মলবাইটস
আমি সেই চির পরিচিত আলুর চপ বানাবো । এটি চায়ের সাথে দারুণ হয় । আবার মুড়ি কাঁচালঙ্কা, পিঁয়াজ আঁচার দিয়েও খুব ভালো লাগে ।

আলুর চপ (Aloor chop recipe in bengali)

#স্মলবাইটস
আমি সেই চির পরিচিত আলুর চপ বানাবো । এটি চায়ের সাথে দারুণ হয় । আবার মুড়ি কাঁচালঙ্কা, পিঁয়াজ আঁচার দিয়েও খুব ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 4 টিসেদ্ধ আলু
  2. 2 টিপিঁয়াজ কুচি
  3. 5 টিরসুনের কোয়া
  4. 200 গ্রামবেসন
  5. 1 চা চামচআদা কাঁচালঙ্কার পেস্ট
  6. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/4 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. 1 চামচচাটমশলা
  9. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  10. 2 চা চামচসাদা তিল
  11. 1 চিমটিখাবার সোডা
  12. 2 চা চামচনারকেল টুকরো তেলে ভেজে রাখা
  13. স্বাদমতোনুন
  14. প্রয়োজন অনুযায়ী সাদা তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সেদ্ধ করে রাখা আলু ভালো করে মেখে নিতে হবে ।

  2. 2

    এবার পিঁয়াজ কুচি, রসুন কুচি, নুন, হলুদ গুঁড়ো, লাললঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে । তারপর সেদ্ধ আলু মাখা মেশাতে হবে ।

  3. 3

    এবার চাটমশলা, গোলমরিচ গুঁড়ো ও নারকেল ভাজা মেশাতে হবে । সব একসাথে ভালো করে মেখে নিতে হবে ।

  4. 4

    এখন মিশ্রণ থেকে হাত দিয়ে গোল গোল করে চেপে আলুর চপ করে নিতে হবে ।

  5. 5

    একটি বাটিতে বেসন আর জল দিয়ে অল্প নুন, গোলমরিচ গুঁড়ো ও একচিমটি খাবার সোডা মিশিয়ে ঘন ব্যাটার তৈরী করে নিতে হবে ।

  6. 6

    এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে, আলুর চপগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে কোট করে গরম তেলে কম আঁচে ভেজে তুলে নিতে হবে । সবগুলো এইভাবে করে নিতে হবে ।

  7. 7

    এবার তৈরী মুচমুচে মুখরোচক আলুর চপ । চায়ের সাথে বা মুড়ি, কাঁচালঙ্কা, পিঁয়াজ দিয়েও খাওয়া যেতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes