দই পটল(Doi potol recipe in bengali)

Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen

#ebook06
#week3
অতি প্রচলিত একটি রান্না একটু নিজের মতো করে বানানো।।

দই পটল(Doi potol recipe in bengali)

#ebook06
#week3
অতি প্রচলিত একটি রান্না একটু নিজের মতো করে বানানো।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট।
4জন।
  1. 300গ্রামপটল
  2. 75গ্রামজল ঝরানো টকদই
  3. 1ইঞ্চিআদা
  4. 1চা চামচহলুদ গুড়ো
  5. 1চা চামচলঙ্কার গুড়ো
  6. 1চা চামচগোটা জিরে
  7. 1টিতেজপাতা
  8. 1টেবিল চামচঘি
  9. 1চা চামচগরমমশলা গুঁড়ো
  10. 3টেবিল চামচসরষের তেল
  11. স্বাদমতনুন
  12. স্বাদমতচিনি
  13. 1টেবিল চামচকাজুবাদাম বাটা
  14. 1চা চামচজিরে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট।
  1. 1

    প্রথমে পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দুদিকএকটু চিরে নুন মাখিয়ে রেখে দিতে হবে।
    আদা মিহি করে বেটে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে পটল ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    বাকি তেল এ জিরে ও তেজপাতা ফোড়ন দিয়েআদাবাটা দিয়ে ভেজে নুন,হলুদ গুড়ো,লঙ্কার গুড়ো,জিরে গুড়ো দিয়ে কষাতে কষাতে মাঝে মাঝে একচামচ করে দই মেশাতে হবে।

  4. 4

    পরে বাকি দইটাও অল্প চিনি দিয়ে কষিয়ে কাজুবাদাম বাটা দিয়ে কষিয়ে জল দিতে হবে।

  5. 5

    জল ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে ফুটিয়ে সেদ্ধ হয়ে ঝোল গামাখা হলে ঘি ও গরমমশলা ছড়িয়ে গ‍্যাস বন্ধ করে ঢেকে রাখতে হবে।তৈরি হল দই পটল।

  6. 6

    খানিক পরে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
cooking is my remedies of all pain....
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes