চিংড়ি মশলা (prawn masala recipe in bengali)

Barnali Samanta Khusi
Barnali Samanta Khusi @cook_14199186
Kolkata

চিংড়ি মশলা (prawn masala recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জন এর জন্য
  1. 500 গ্রামচিংড়ি মাছ
  2. 1 টাটোম্যাটো কুচি
  3. 1 টাপেঁয়াজ কুচি
  4. 1 চা চামচরসুণ বাটা
  5. 1 চা চামচহলুদ গুড়ো
  6. 1 চা চামচধনে গুড়ো
  7. 1 চা চামচজিরা গুড়ো
  8. 1 চা চামচআদা বাটা
  9. 4 টাকাঁচা লঙ্কা চেরা
  10. 1/2 চা চামচপাঁচ ফোঢ়ণ
  11. 1 টাতেজপাতা
  12. 1/2 চা চামচগরম মশলা গুড়ো
  13. 1/2 চা চামচগোলমরিচ গুড়ো
  14. 1টেবিল চামচ টক দই
  15. 1 চা চামচকাশ্মীরী চিলি পাওডার
  16. স্বাদ মতো লবণ
  17. পরিমাণ মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ গুড়ো মাখিয়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে তাতে পাঁচ ফোঢ়ণ ও তেজপাতা দিয়ে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ও রসুণ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে ।

  3. 3

    এবার টমেটো কুচি,আদা বাটা আর গুড়ো মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টক দই টা ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার 1কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছ গুলো দিয়ে 5মিনিট মতো রান্না করে নামিয়ে নিন রেডি হয়ে যাবে ।গরম গরম পরিবেশন করুন গরম ভাত এর সাথে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Samanta Khusi
Barnali Samanta Khusi @cook_14199186
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes