নিরামিষ ক্যাপ্সি পনির(Niramish capsi paneer recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

নিরামিষ এই ক্যাপ্সিকাম পনির রেসিপি অতি সুস্বাদু ও লোভনীয়.লুচি পরোটা নান পোলাও সবকিছুর সাথে জাস্ট জমে যাবে

নিরামিষ ক্যাপ্সি পনির(Niramish capsi paneer recipe in bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4

নিরামিষ এই ক্যাপ্সিকাম পনির রেসিপি অতি সুস্বাদু ও লোভনীয়.লুচি পরোটা নান পোলাও সবকিছুর সাথে জাস্ট জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০/২৫ মিনিট
৮ জন
  1. ৪০০ গ্রাম পনির কিউব করে কাটা
  2. ২ টো বড় আলু পনিরের সাইজে কিউব করা
  3. ৬ টেবিল চামচ সাদা তেল
  4. ১ টা মাঝারি ক্যাপ্সিকাম কিউব করা
  5. ৩ টে এলাচ
  6. ৪ টে লবঙ্গ
  7. ১ টুকরো দারচিনি
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ২ টো বড় টমেটো
  10. ২ ইঞ্চি আদা
  11. ২ টো কাঁচালঙ্কা একসাথে পেস্ট করা
  12. ১/২ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  13. ১/২ টেবিল চামচ জিরে গুঁড়ো
  14. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  15. ১০-১২ টা কাজু
  16. ২ টেবিল চামচ চারমগজ
  17. ১/২ কাপ টক দই একসাথে পেস্ট
  18. ১/২ টেবিল চামচ চিনি
  19. স্বাদ অনুযায়ী লবণ(তবে লবণ টা বিট নুন মিশিয়ে)
  20. ২ কাপমসলার জার ধোয়া জল(ঊষ্ণ গরম জল)
  21. ১/২ চা চামচ গরমমসলা গুঁড়ো
  22. ১/২ টেবিল চামচ রোস্টেড কসৌরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

২০/২৫ মিনিট
  1. 1

    আলু কেটে ধুয়ে রাখুন, পনির কেটে রাখুন. বাকি মসলা সব হাতের কাছে রেডি করে রাখুন. এবার গ্যাসে পুরো তেল দিন, আগে আলুর টুকরো দিয়ে মিডিয়াম আঁচে ‌বেশ লালচে করে ভেজে তুলে রাখুন,ওই তেলেই পনির টুকরো গুলো হালকা সোনালি করে ভেজে তুলুন.

  2. 2

    এবার ক্যাপ্সিকাম টুকরো হালকা ভেজে তুলুন, এরপর বাকি তেলে গোটা গরমমসলা গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়ন রেডি হলে টমেটো আদা কাঁচালঙ্কার পেস্ট দিয়ে ৩ মিনিট লো ফ্লেমে কষিয়ে নিন এরপর গুঁড়ো মসলা দিয়ে আবারো ২ মিনিট মসলা কষিয়ে নিন.এবার কাজু মগজদানা ও দই এর পেস্ট দিয়ে ৪ মিনিট কষান লো আঁচে.

  3. 3

    এবার চিনি আর পরিমাণ মতো দুরকম নুন য়োগ করুন ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিন, গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা আলু পনির দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন যাতে আলু ও পনিরের মধ্যে সমস্ত মসলার ফ্লেভার মিশে যায়, এবার ৫ মিনিট পরভেজে রাখা ক্যাপ্সিকাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরমমসলা ও রোস্টেড কসৌরি মেথি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাস অফ্ করে ২ মিনিট স্ট্যাডিং টাইমে ঢাকা দিয়ে রাখার পর পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes