কুরগি স্টাইল চিকেন কারি

Priyanjali Joardar
Priyanjali Joardar @cook_8274704
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. মুরগির মাংসের ম্যারিনেট
  2. 1 কেজিমুরগির মাংস
  3. 1 চা চামচহলুদ গুঁড়ো
  4. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  5. 1 টেবিল চামচতেল
  6. বাটা মসলা
  7. 1 টেবিল চামচগোটা জিরে
  8. 2 টেবিল চামচগোটা ধনে
  9. 2 টেবিল চামচগোলমরিচ
  10. 1 টিদারচিনি টুকরো
  11. 10-12 টিলবঙ্গ
  12. 1"আদা
  13. 10-12 টিরসুনের কোয়া
  14. 4-5 টিকাঁচা লঙ্কা
  15. 1 কাপনারকেল কোরা
  16. 18 20 টিকারি পাতা
  17. ঝোলের জন্য
  18. 1 চা চামচগোটা সরষে
  19. 1 চা চামচগোটা মেথি
  20. 4 টিশুকনো লঙ্কা
  21. 1 টিমাঝারি পেঁয়াজ কুচোনো
  22. 2 টিটমেটো কুচি
  23. 1 চা চামচচিনি
  24. স্বাদমতোনুন
  25. 1 চা চামচকাঁচামপুলি
  26. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মুরগির মাংস নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও তেল মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টা রাখুন

  2. 2

    একটি কড়াই গরম করে তাতে ধনে জিরে গোলমরিচ লবঙ্গ দারচিনি আদা রসুন কাঁচা লঙ্কা কারি পাতা ও নারকেল কোরা 4-5 মিনিট সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে

  3. 3

    একটু ঠান্ডা করে নিয়ে 1 টেবিল চামচ জল দিয়ে মশলাটা মসৃণভাবে বেটে নিতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল গরম করে তাতে সরষে শুকনো লঙ্কাও মেথি ফোড়ন দিতে হবে। ফোড়নের বন্ধ বেরোলে পেঁয়াজ কুচি ঢেলে ভেজে নিতে হবে

  5. 5

    বেটে রাখা মসলা দিয়ে সামান্য জল দিয়ে মিশাতে হবে

  6. 6

    এবারে টমেটো নুন ও মিষ্টি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না সেটা একেবারে নরম হয়ে কাদা হয়ে যায়

  7. 7

    মজিয়ে রাখা মাংস দিয়ে ভালো করে নেড়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়তে হবে যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়।

  8. 8

    মাংস সিদ্ধ হয়ে গেলে কাঁচামপুলি দিয়ে নেড়ে আবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanjali Joardar
Priyanjali Joardar @cook_8274704

মন্তব্যগুলি

Similar Recipes