চিকেন বিরিয়ানি

Tanusree Banerjee
Tanusree Banerjee @cook_16709571
HOWRAH

# গার্লস্ কিচেন

চিকেন বিরিয়ানি

# গার্লস্ কিচেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫জন
  1. 700 গ্রামবাসমতী চাল (বাড়ির ভাতের চালেও করা যাবে)
  2. 1.5কেজিমুরগির মাংস দেড়
  3. 4 টি বড়পেঁয়াজ কুচি
  4. 1 কাপপেঁয়াজ বেরেস্তা (পেঁয়াজ কুচি করে দুধে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।তেল খুব গরম হলে পেঁয়াজ কুচিগুলি তুলে নিয়ে ভাজুন।এতে পেঁয়াজে তাড়াতাড়ি বাদামি রঙ ধরবে এবং পেঁয়াজ কুচিগুলিও মুচমুচে হবে)
  5. 8 কোয়ারসুন
  6. স্বাদ অনুযায়ী কাঁচালঙ্কা ঝাল অনুযায়ী
  7. 2 টেবিল চামচআদাবাটা
  8. 3-4 টি মানানসই আকারেরগোটা আলু
  9. 4 টেবিল চামচটক দই
  10. প্রয়োজন মত দুধে ভেজানো জাফরান অথবা কামধেনু রঙ অল্প।
  11. আন্দাজ মতোগোটা মশলা (লবঙ্গ,দারচিনি,এলাচ,জায়ফল,জয়িত্রী,ধনে)
  12. আন্দাজ মতোকেওড়া জল
  13. ২ টেবিল চামচদেশী ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে গোটা মশলা গুলো মিক্সিতে পিষে নিন।
    এবার কাঁচালঙ্কা,পেঁয়াজ, রসুন ও আদা মিক্সিতে পেষ্ট করে রাখুন।

  2. 2

    টকদই --এ জ) এবার মাংসের মধ্যে সব বাটা মশলা এবং -গুঁড়ো মশলা মেশানো টক দই ও নুন-চিনি দিয়ে মেরিনেট করুন। জল দিতে হবেনা।বেশি সময় ধরে মেরিনেট করলে মাংস নরম হয়।

  3. 3

    ফ্রিজেও রাখতে পারেন বেশ কিছু সময়।
    এবার মেরিনেট করা মাংস ও গোটা আলু প্রেসার কুকারে দিয়ে 2/3 টি সিটি দিন।খেয়াল রাখবেন রান্নার সময় আঁচ হালকা করে নিতে হবে।

  4. 4

    ভাত একটু শক্ত থাকতে নামিয়ে নিন। মশারির নেটে ঢেলে দিয়ে ভাত ঝরঝরে করে নিন।এবার দুধে ভেজানো জাফরান দিয়ে অথবা অতি সামান্য কামধেনু রঙ দিয়ে ভাত সামান্য ঝাঁকিয়ে নিন।

  5. 5

    এবার সাজানোর অর্থাৎ লেয়ার বানানোর পর্যায়
    একটি পাত্রে প্রথমে আন্দাজ মতো ভাত দিন।

  6. 6

    এইবার উনানে একটা তাওয়া রেখে কিংবা একটি ফুটন্ত জলের পাত্রের উপর বিরিয়ানির পাত্রটি বসিয়ে রাখুন 20 -- 25 মিনিট মতো। গরম গরম পরিবেশন করুন।

  7. 7

    বিরিয়ানি ভাতের জন্য যা যা করতে হবে
    চাল অন্তত এক ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন।
    এবার একটিপাত্রে জল দিয়ে ফুটতে দিন।তাতে জল ঝরিয়ে চালগুলো দিয়ে দিন।ঐ সঙ্গে তেজপাতা ও নুন দিন।জলের পরিমাণ চাল অনুযায়ী দিতে হবে ।

  8. 8

    তারপর রান্না করা মুরগির মাংসের কয়েকটি টুকরো, আলু এরপর পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তা ছড়িয়ে দিন।পুনরায় একইভাবে লেয়ার বানান।সবশেষে কেওড়ার জল ছড়িয়ে দিন।এবার 2 টেবিল চামচ দেশী ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanusree Banerjee
Tanusree Banerjee @cook_16709571
HOWRAH

Similar Recipes