ইলিশ ভাপা(Ilish bhapa recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#MM6
#Week-6
শাওন সংবাদ

বর্ষার দিনে বর্ষা রানি(ইলিশ) আসবে না তাই কখনো হয়? বর্ষাকাল মানেই ইলিশ।ঝাল ঝোল ভাপা ভাজা যা হোক কিছু হলেই হয়। ইলিশের গন্ধতেই যেন মন ভরে যায়। গরম গরম ভাতের সাথে টাটকা ইলিশ ভাপা হলে এর থেকে ভালো জিনিষ আর হয় না। চটজলদি ইলিশ ভাপা।

ইলিশ ভাপা(Ilish bhapa recipe in bengali)

#MM6
#Week-6
শাওন সংবাদ

বর্ষার দিনে বর্ষা রানি(ইলিশ) আসবে না তাই কখনো হয়? বর্ষাকাল মানেই ইলিশ।ঝাল ঝোল ভাপা ভাজা যা হোক কিছু হলেই হয়। ইলিশের গন্ধতেই যেন মন ভরে যায়। গরম গরম ভাতের সাথে টাটকা ইলিশ ভাপা হলে এর থেকে ভালো জিনিষ আর হয় না। চটজলদি ইলিশ ভাপা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৭ জন
  1. ৭ টুকরো ইলিশ মাছ
  2. ৩ টেবিল চামচ কালো সর্ষে
  3. ৩ টেবিল চামচ পোস্ত
  4. ৪+ ৪ টে কাঁচালঙ্কা পেস্ট, কাঁচালঙ্কা চেরা
  5. ২ টেবিল চামচ টক দই
  6. ৬ টেবিল চামচ সর্ষে তেল
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীলবণ , চিনি

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    মাছের পিস্ গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে ইলিশ মাছ খুব বেশি জলে ধোয়া বা বেশিক্ষণ জলে ডুবিয়ে রাখা কোনটাই উচিত নয় তাতে করে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প জলে বা অল্প সময়ে পরিস্কার করে জলটা ঝরিয়ে নিন। ১/২ চামচ নুন ও ১/২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ডলে ডলে মাছের গায়ে মাখিয়ে ১০/১৫ মিঃ রাখুন।

  2. 2

    সর্ষে পোস্ত কাঁচালঙ্কা সামান্য নুন ও অল্প জল দিয়ে একদম স্মুথ পেস্ট করে নিন শিলে কিংবা মিক্সিতে। সর্ষে পোস্ত ও কাঁচালঙ্কার পেস্টের সঙ্গে টক দই ও হাফ তেল দিয়ে চামচের দ্বারা ভালো করে মিশিয়ে নিন। এবার কুকারে হাফ মসলার পেস্ট ঢালুন মাছের পিস্ গুলো একটা একটা করে সাজিয়ে দিন, ওপর থেকে বাকি মসলার পেস্ট দিয়ে মসলার পাত্র ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে বাকি তেলটাও দিয়ে দিন।ওপর থেকে চেরা কাঁচালঙ্কা দিয়ে প্রেসারের ঢাকনা আঁটকিয়ে কুকার ধরে হালকা করে নাড়িয়ে ৫ মিঃ অপেক্ষা করুন।

  3. 3

    ৫ মিঃ পর গ্যাস জ্বালিয়ে মিডিয়াম আঁচে ৩ টে সিটি দিয়ে একদম লো আঁচে ৩ মিঃ বসিয়ে রাখার পর গ্যাস অফ্ করে আপনাআপ কুকারের সিটি রিলিজ হলে ঢাকনা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes