নুডলস ওমলেট(noodles omelette recipe in Bengali)

Riyanka Sarkar Mitra
Riyanka Sarkar Mitra @cook_30856739

#পছন্দেররেসিপি
#sunanda

নুডলস ওমলেট(noodles omelette recipe in Bengali)

#পছন্দেররেসিপি
#sunanda

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

20 মিনিট
2 জন
  1. 1 প্যাকেটনুডলস
  2. 2 টিডিম
  3. 1 টি ছোট পেঁয়াজ কুচি
  4. 1 টি ছোট টমেটো কুচি
  5. 1 টি ছোট ক্যাপ্সিকাম কুচি
  6. 1 টি ছোটো গাজর কুচি
  7. 1/2ধনেপাতা কুচি
  8. 3-4 টেকাঁচা লঙ্কা কুচি
  9. স্বাদ মত লবণ
  10. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  11. 2 চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ

20 মিনিট
  1. 1

    প্রথমে একটি প্যানে এক কাপ জল নিয়ে গরম হলে তাতে এক প্যাকেট নুডলস দিয়ে বয়েল করতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়ে জল শুকিয়ে যায় ততক্ষণ পযর্ন্ত অপেক্ষা করতে হবে।তারপর নামিয়ে রাখতে রেখে ঠাণ্ডা করতে হবে।এরপর একটা অন্য পাত্রে দুটি ডিম ফাটিয়ে দিতে হবে তার মধ্যে পেঁয়াজ,টমেটো,কাঁচালঙ্কা,ক্যাপ্সিকাম,গাজর,ধনিয়াপাতা কুচানো দিতে হবে,পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুড়ো আর তার সাথে নুডলস মাশালা দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে, এরপর আগে থেকে ঠান্ডা করে রাখা সেদ্ধ নুডলস দিয়ে মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর একটি প্যান ওভেনে বসিয়ে গরম হলে তাতে দুই চা চামচ হোয়াইট অয়েল দিয়ে তাতে মাখিয়ে রাখা নুডলস দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে,অল্প আঁচে করতে হবে।এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ভেজে নেবেন।তাহলেই রেডি, এরপর চিলি,টমেটো সস সহকারে সাজিয়ে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Riyanka Sarkar Mitra
Riyanka Sarkar Mitra @cook_30856739

মন্তব্যগুলি (3)

Similar Recipes