ছানার বাহারি পায়েস (Chhanar bahari payesh recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

#মিষ্টি
ছানার পায়েস খুবই বিখ্যাত এবং সুস্বাদু একটি মিষ্টি। এটিতে দুধ এবং ছানা দুটোই দেওয়া হয় তাই এটি খুবই পুষ্টিকরও।

ছানার বাহারি পায়েস (Chhanar bahari payesh recipe in Bengali)

#মিষ্টি
ছানার পায়েস খুবই বিখ্যাত এবং সুস্বাদু একটি মিষ্টি। এটিতে দুধ এবং ছানা দুটোই দেওয়া হয় তাই এটি খুবই পুষ্টিকরও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫  মিনিট
৪ জন
  1. ১.৫ লিটার দুধ
  2. ৩টেবিল চামচসাদা ভিনিগার
  3. ১/২ কাপ চিনি
  4. ১৫-২০ টিকাজু বাদাম (গোটা)
  5. ১০-১২টি কিশমিশ (গোটা)
  6. ১/২ চা চামচ কেশর ফুড কালার
  7. ১ চা চামচ গোলাপ জল
  8. ১/২ চা চামচ সবুজ ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

৪৫  মিনিট
  1. 1

    হাফ লিটার দুধ জাল দিয়ে তারপর আঁচ কমিয়ে ২ টেবিল চামচ সাদা ভিনিগার দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আরো ১ টেবিল চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে ছানা করে নিতে হবে।

  2. 2

    ছানা ধুয়ে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।

  3. 3

    চিনি গুঁড়ো করে রাখতে হবে I গোটা কাজু বাদাম একটু শুকনো ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে।

  4. 4

    বাকি দুধ জাল দিয়ে খুব ঘন করে নিয়ে গুঁড়ো করা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জল ঝরানো ছানা একটু মেখে নিয়ে দিতে হবে।

  5. 5

    গোলাপ জল ও একটু কাজু বাদাম গুঁড়ো দিয়ে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে নিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে।

  6. 6

    এক ভাগে কেশর ফুড কালার ও আরেক ভাগে সবুজ ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    এবার ইচ্ছেমত সারভিং বাটিতে ঢেলে ওপরে কিশমিশ ও বাকি কাজু বাদাম গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন ছানার বাহারি পায়েস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

Similar Recipes