Nutella chocolate cake recipe

Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282
Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1/4 cupOil ba butter : (ami oil use korechi)
  2. 1/4 cupTok doi :
  3. 1/2 cupPowder sugar :
  4. 2/3 table spoonNutella :
  5. 1 cupMoida :
  6. 1 and 1/2 tablespoonCocoa powder :
  7. 1 teaspoonBaking powder :
  8. 1/2 teaspoonBaking soda:
  9. 1 pinchSalt :
  10. 1/2 cupLiquid milk :
  11. 1 cupWhipping cream:
  12. 1/4 cupPowder sugar :
  13. 1/4 cupCocoa powder:

রান্নার নির্দেশ

  1. 1

    একটা বোলে তেল বা বাটার, টক দই ও পাউডার সুগার নিয়ে ভালো করে মিক্স করতে হবে ।

  2. 2

    এবার এতে নিউটেলা মেশাতে হবে

  3. 3

    এবার শুকনা উপকরণ মেশাতে হবে । ময়দা, কোকোয়া পাউডার, বেকিং পাউডার ও বেকিঃ সোডা, লবণ চেলে মিক্স করতে হবে ।

  4. 4

    এই পর্যায়ে লিকুইড দুধ মেশাতে হবে । তখন দেখতে এই রকম হবে ।

  5. 5

    সব কিছু ভালো করে করে আলতো হাতে মেশাতে হবে । এখন একটা ৭ ইঞ্চি মাপের মোল্ড নিয়ে তাতে গ্রিস করে বেকিং পেপার লাগিয়ে কেকের ডো টা ঢেলে দিতে হবে

  6. 6

    এবার এই কেক কে চাইলে অভেনে বা চুলায় বেক করে নিতে হবে । আমি অভেনে করেছি তাই অভেনের তাপমাত্রা বলছি ১৬০ ডিগ্রি সেলসিয়াস ৩৫ মিনিটস বেক করতে হবে ।

  7. 7

    এবার ঠান্ডা হলে মোল্ড আউট করে পছন্দ মত লেয়ার কেটে নিতে হবে । আমি দুই লেয়ার করে কেটেছি।

  8. 8

    এবার উইপিং ক্রিমে কোকোয়া পাউডার ও পাউডার সুগার দিয়ে বিট করতে হবে । যতক্ষণ না এইটা স্টিফ পিক না হয়ে যায় ।

  9. 9

    এবার কেক এসেম্বাল করতে হবে । প্রথমে এক স্লাইস কেক রেখে তার উপর সুগার সিরাপ দিয়ে তার উপর উইপিং ক্রিম এর একটা লেয়ার দিয়ে ছড়িয়ে দিয়ে তার উপর ২ টেবিল চামচ নিউটেলা দিয়ে ছড়িয়ে দিতে হবে এই ভাবে পরের লেয়ার ও করতে হবে ।

  10. 10

    সব লেয়ার দেওয়া শেষ হলে অনেক টা এই রকম হবে ।

  11. 11

    এবার আপনারা যার যার পছন্দ মত ডেকোরেশন করে নিতে পারেন। আমি নিজের তৈরি কিছু চকলেট টপার বানিয়ে তা দিয়ে ডেকোরেট করেছি ।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rokhsana Chompa
Rokhsana Chompa @cook_28686282

মন্তব্যগুলি

Similar Recipes