রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
5জনের
  1. 200 গ্রামময়দা
  2. 100 গ্রামআটা
  3. 4 টেবিল চামচঘি
  4. 1/2 চা চামচকালজিরে
  5. 1/4 চা চামচখাওয়ার সোডা
  6. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  7. 1 চা চামচচিনি গুঁড়ো
  8. স্বাদমতনুন
  9. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব উপকরণ ভাল করে মিশিয়ে শক্ত করে মাখুন।তেল ছাড়া

  2. 2

    এবার মাখা মিশ্রণ থেকে গোলা করে বেলে নিমকির আকারে কেটে নিন।

  3. 3

    এবার কড়াই তে পরিমাণ মত তেল দিয়ে ভাল করে ভেজে নিন। ঠান্ডা হলে কৌটোতে রাখুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জি
মধ্যমগ্রাম, উত্তর ২৪পরগনায়
আমি একজন গৃহবধূ, ভালবেসে রান্না করি,আর হারিয়ে যাওয়া রান্না কে নিজের মত করে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি।কুকপ্যাডে এসে আমার স্বপ্ন সফল করার এক দিশা খুজে পেলাম।
আরও পড়ুন

Similar Recipes