কাতলা মাছের ডিমের কালিয়া (katla macher dimer kalia recipe in Bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#LS
বর্ষায় মাছের ডিমের স্বাদই আলাদা। আর এই ডিম দিয়ে তৈরি করুন কালিয়া, মধ্যাহ্নভোজ একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।

কাতলা মাছের ডিমের কালিয়া (katla macher dimer kalia recipe in Bengali)

#LS
বর্ষায় মাছের ডিমের স্বাদই আলাদা। আর এই ডিম দিয়ে তৈরি করুন কালিয়া, মধ্যাহ্নভোজ একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৬ জনের জন্য
  1. বড়া করার জন্য —
  2. ৬০০ গ্রাম মাছের ডিম
  3. ১.৫ চা চামচ নুন
  4. ৩/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ২ টি মাঝারি পেঁয়াজ কুচি
  6. ৩/৪ চা চামচ আদা বাটা
  7. ১.৫ চা চামচ রসুন বাটা
  8. ৪-৫ টি কাঁচালঙ্কা কুচি
  9. ১/৩ চা চামচ চিনি
  10. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  11. ৩/৪ চা চামচ গরম মশলা গুঁঁড়ো
  12. ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
  13. ১.৫ কাপ সর্ষের তেল
  14. কালিয়া করার জন্য—
  15. ৪-৫ টেবিল চামচ সর্ষের তেল
  16. ১ টি বড় আলু লম্বা লম্বা করে কাটা (ঐচ্ছিক)
  17. ২-৩ টি পেঁয়াজ কুচি
  18. ১ টি মাঝারি টমেটো মিহি করে কুচানো
  19. ১.৫ চা চামচ টক দই
  20. ১.৫" আদা বাটা
  21. ১.৫ চা চামচ রসুন বাটা
  22. ১.৫ চা চামচ জিরা গুঁড়ো
  23. ৩/৪ চা চামচ চিনি
  24. ৩/৪ চা চামচ হলুদ গুঁড়ো১০-১২ টি কাঁচালঙ্কা বাটা
  25. ১০-১২ টি কাঁচালঙ্কা বাটা
  26. ১/৩ চা চামচ গরম মশলা গুঁঁড়ো
  27. ১.৫ চা চামচ ঘি
  28. ৩ চা চামচ ধনেপাতা কুচি
  29. প্রয়োজন মতনুন

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    মাছের ডিম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে বাকি সব উপকরণ দিয়ে মেখে পছন্দসই আকারে গড়ে তেলে ভেজে নিন।

  2. 2

    অন্য একটি কড়াইতে কালিয়া করার জন্য তেল দিন। গরম হলে আলু লাল করে ভেজে সরিয়ে রাখুন।

  3. 3

    ঐ তেলেই পিঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে টমেটো ও নুন দিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পরে ঢাকা খুলে টমেটো ভালো করে গেলে দিন। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, ফেটানো টকদই, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, প্রয়োজন মতো নুন ও সামান্য গরম জল দিয়ে ভালো করে কষিয়ে আলু ও ১.৫ কাপ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন।

  4. 4

    ফুটে উঠলে আঁচ কম করে আলু ও ডিমের বড়া গুলো দিয়ে দিন। তারপর ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে ঢাকা দিয়ে দিন।

  5. 5

    ৮-১০ মিনিট পরে ঢাকা খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

মন্তব্যগুলি

Similar Recipes