ভেজ মোমো (Veg Momo recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

ভেজ মোমো (Veg Momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জনের জন্য
  1. ১ পেয়ালা ময়দা
  2. ৩ টেবিল চামচ রিফাইন্ড তেল
  3. ১/২ কাপ গাজর কুচি
  4. ১ কাপ বাঁধাকপি কুচি
  5. ১/৪ কাপ পেয়ালা ক্যাপ্সিকাম কুচি
  6. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  7. ১ টেবিল চামচ রসুন কুচি
  8. ১/২ চা চামচ আদা কুচি
  9. ১ চা চামচ মাখন
  10. ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  11. ১ টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি
  12. স্বাদ মতনুন
  13. ১ টেবিল চামচ ধনে পাতা কুচি
  14. প্রয়োজন মতউষ্ণ গরম জল
  15. ২ টেবিল চামচ সয়া সস

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    ময়দায় তেল দিয়ে ময়ম দিতে হবে। এবার এতে নুন ও ১ চা চামচ মিহি করে কুচানো ধনে পাতা দিয়ে ভালভাবে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডলে ডলে মেখে ডো বানিয়ে রেখে দিতে হবে ১৫ -২০ মিনিট।

  2. 2

    প্যানে তেল গরম করে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাতলে কুচানো সব সবজি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নুন, সয়া সস ও জলে গোলানো কর্ণফ্লাওয়ার মিশিয়ে মাখন দিয়ে নামাতে হবে । ঠাণ্ডা করতে দিতে হবে।

  3. 3

    ডো থেকে লেচি কেটে বেলে পুর ভরে নিয়ে মোমোর আকৃতিতে গড়ে স্টিমারে ১৫ মিনিট স্টিম করলেই তৈরি ভেজ মোমো।

  4. 4

    এবার মোমো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম ভেজ মোমো।

  5. 5

    চটজলদি মোমো সস বানানোর প্রণালী....টমেটো সস, চিলি সস, সয়া সস, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন কুচি ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি চটজলদি মোমো সস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes