ইজি চিকেন রামেন নুডলস

Silvy Nowshin
Silvy Nowshin @silvy_nowshin

ইজি চিকেন রামেন নুডলস

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০-২৫ মিনিট
২ জন
  1. ১ প্যাকেট রামেন নুডলস
  2. ২০০ গ্রাম মুরগির মাংস
  3. ১ টি চিকেন স্টক কিউব
  4. ২.৫ কাপ পানি
  5. দুটি হাফ সিদ্ধ ডিম
  6. ১ চা চামচ আদা কুচি
  7. ১ চা চামচ রসুন কুচি
  8. ১ টেবিল চামচসয়াসস
  9. ১ টেবিল চামচ টমেটো সস
  10. ১ চা চামচ চিলি সস
  11. ১/২ চা চামচ পাপরিকা পাউডার
  12. ১/২ চা চামচ গোলমরিচ গুড়া
  13. সামান্যতেল
  14. অল্প বরবটি ও গাজর লম্বা কুচি
  15. ২ চা চামচ চিলি অয়েল
  16. ১ চা চামচ ম্যাগি মশলা
  17. স্বাদমতোলবণ
  18. ১ চা চামচ করে সয়াসস ও টমেটো সস চিকেন এর জন্য

রান্নার নির্দেশ

২০-২৫ মিনিট
  1. 1

    মুরগী সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিন। একটু সয়াসস ও টমেটো সস মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন ।

  2. 2

    সামান্য ১ চা চামচ তেল দিয়ে আদা ও রসুন কুচি একটু ভেজে নরম করে নিন ।পানি দিন। চিকেন স্টক কিউব দিন। বলক আসলে নুডলস দিন। অন্যান্য সস ও মশলা যোগ করুন। বরবটি ও গাজর দিন। নুডলস সিদ্ধ হয়ে এলে নামিয়ে ফেলুন।

  3. 3

    বাটিতে নুডলস ও পানি সহ নিন। চিকেন উপরে দিন। ডিম সিদ্ধ ও চিলি অয়েল দিয়ে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Silvy Nowshin
Silvy Nowshin @silvy_nowshin

মন্তব্যগুলি

Similar Recipes