৩ দুধের কেক ট্রেস লেচেস

Fatema Tuz Zahara
Fatema Tuz Zahara @cook_29462351

থ্রী মিল্ক কেকঃ
স্পঞ্জ কেক , ক্রিম ও ৩ টি দুধ এর মিশ্রনে বানানো খুবই মজার এই কেক। আমার খাওয়া বেস্ট কেকের মধ্যে এটি একটি।নিচে এই কেক তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

৩ দুধের কেক ট্রেস লেচেস

থ্রী মিল্ক কেকঃ
স্পঞ্জ কেক , ক্রিম ও ৩ টি দুধ এর মিশ্রনে বানানো খুবই মজার এই কেক। আমার খাওয়া বেস্ট কেকের মধ্যে এটি একটি।নিচে এই কেক তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা ৩০ মিনিট
১০ থেকে ১২ বড় পিস করলে
  1. কেক বেইস তৈরির জন্যঃ-
  2. ৫ টি ডিম
  3. ১কাপ ময়দা
  4. ১/৩ কোকো পাউডার
  5. ৩/৪ কাপ চিনি
  6. (১+১/২) চাচামচ বেকিং পাউডার
  7. ১/২চা চামচ লবণ
  8. ১ চা চামচ চকলেট এসেন্স
  9. ১/৩কাপ দুধ
  10. ৯ বাই১৩ ইঞ্চি বেকিং প্যান
  11. ৩ দুধের মিশ্রণ ঃ-
  12. ১ কাপক্রিম
  13. ১কাপএভাপরেটেড মিল্ক
  14. ১কাপকনডেন্সড মিল্ক
  15. চকলেট গানাস(অপশনাল)
  16. ফ্রস্টিং
  17. ২কাপহুইপড ক্রিম
  18. স্বাদমতোচকলেট গানাস

রান্নার নির্দেশ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রণালীঃ
    কেক তৈরিঃ
    ১)ওভেন ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে।কেক প্যান বাটার মাখিয়ে রেডি রাখতে হবে।

    ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে ১/৪কাপ চিনি দিয়ে বিট করতে হবে ।ফোম হয়ে গেলে বিট করা বন্ধ করতে হবে।

  2. 2

    ডিমের কুসুম,১/২ কাপ চিনি,এসেন্স দিয়ে বিট করতে হবে। ক্রিমের মত হলে দুধ দিয়ে মিশাবো।

    আলাদা বাটিতে ময়দার সাথে,লবণ, বেকিং পাউডার ভালো মত মিশিয়ে নিয়ে চেলে নিতে হবে।এরপর ময়দার মিক্সের সাথে ডিমের কুসুমের মিশ্রণ ভালো মত মিশিয়ে নিতে হবে।
    এরপর ময়দার মিশ্রনে ডিমের ফোম অল্প অল্প করে স্পেচুলা দিয়ে ভালো মত ফোল্ডিং করে করে মেশাতে হবে।
    বেকিং প্যানে কেক এর মিক্স ঢেলে ৩০মিনিট বেক করতে হবে।এরপরকেক এ টুথপিক দিয়ে চেক করে নামিয়ে নিতে হবে।

  3. 3

    দুধের মিশ্রণ তৈরিঃ
    বড় বাটিতে মিশ্রণের সব উপকরন ঢেলে ভাল করে মিশিয়ে।

    কেক বেকিং প্যানেই রেখে কাটা চামচ দিয়ে কেক ছোট ছোট ফুটো করতে হবে।দুধের মিশ্রনটি কেক এর উপর ঢেলে দিব।খেয়াল রাখবে যাতে কেক এর পুরো অংশে দুধের সিরাপ পৌছে।কেক সিরাপ শুষে নিবে। ফ্রিজে ১ ঘন্টা রাখবে।

    ৫০ মিনিট পর কেক এর উপর হুইপড ক্রিম ও চকলেট গানাস মিশ্রণ দিয়ে লেয়ার করে নিব ও ফ্রিজে আরো ২ ঘন্টা রেখে ফিক্স করতে দিব।

    এরপর আপনার পছন্দ মত চকলেট, সুইট বল বা ফ্রুট উপরে দিয়ে ডেকোরেশন করে সার্ভ করতে পারেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fatema Tuz Zahara
Fatema Tuz Zahara @cook_29462351

মন্তব্যগুলি

Similar Recipes