মুড়ি মাখা

Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975

এই মুড়ি টা একটু আলাদা ধরনের। এটা করে খেলে খুব মজা পাবেন।

মুড়ি মাখা

এই মুড়ি টা একটু আলাদা ধরনের। এটা করে খেলে খুব মজা পাবেন।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

5minute
দুই জনের
  1. পিয়াজ কুচি পরিমান মতো
  2. শুকনো মরিচ
  3. সরিষার তেল পরিমামতো
  4. চানাচুর পরিমান মতো

রান্নার নির্দেশ

5minute
  1. 1

    প্রথমে একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে গরম করে নিতে হবে। তারপর সরিষার তেল দিয়ে গরম করে নিতে হবে তারপর এক এক করে পিয়াজ পিয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে হবে। তারপর গোটা দুই টা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজতে হবে।

  2. 2

    পিয়াজ ও মরিচ ভাজা ভাজা হলে তারউপর মুড়ি দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিলাম।

  3. 3

    চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে ঢেলে তার উপর চানাচুর দিয়ে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    হয়ে গেলো আমার মুড়ি মাখা,

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975
রান্না আমার খুব প্রিয়, আমার নতুন নতুন খেতে খুব ভালো লাগে ও খাওয়াতে ও খুব ভালো লাগে। নতুন নতুন ডিস তৈরী করতে খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes