ক্রিস্পী নুডুলস বল

জান্নাতুল নাঈম
জান্নাতুল নাঈম @cook_17484484

#rabiya
#noodles#crispy#yummy

ক্রিস্পী নুডুলস বল

#rabiya
#noodles#crispy#yummy

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ১ প্যাকেটনুডুলস
  2. ১/৪ কাপপেঁয়াজ কুচি
  3. পছন্দমতোকাঁচামরিচ কুচি
  4. ১ টেবিল চামচধনেপাতা কুচি
  5. ১ প্যাকেটনুডুলস মশলা
  6. ১/২ চা চামচচাট মশলা
  7. ১ টাডিম
  8. স্বাদমতো লবন
  9. ১/৪ চা চামচরসুন বাটা
  10. প্রয়োজন অনুযায়ী ময়দা (বলগুলোর বাইন্ডিংয়ের জন্য)
  11. কোটিং এর জন্যঃ
  12. ১/৪ কাপময়দা
  13. ১/৪ কাপকর্ণফ্লাওয়ার
  14. পরিমানমতোপানি
  15. ১/২ কাপপাউরুটির গুঁড়ো /ব্রেড ক্রাম্ব

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথম পদ্ধতিঃ নুডুলসকে সিদ্ধ করে এর ভিতর নুডুলসের মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, লবন, রসুন বাটা, ডিম আর প্রয়োজনমতো ময়দা (বলগুলোর বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন হয়) দিয়ে ভালো করে মিশিয়ে হাত দিয়ে বলের শেপ করে নিবেন।

  2. 2

    দ্বিতীয় পদ্ধতিঃ বিভিন্ন ধরণের সবজি আর ডিম দিয়ে নুডুলসটা পুরোপুরি রান্না করে ফেলবেন এরপর এতে চাট মশলা আর ময়দা দিয়ে বল বানিয়ে নিবেন। আমি এভাবেই করি এতে করে মনমতো সবজি দেয়া যায়

  3. 3

    কোটিং এর জন্যঃ ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে তাতে পানি দিয়ে একটা ঘোলা বানিয়ে নিবেন। এরপর নুডুলসের বলগুলোকে এই মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে মচমচে করে ভেজে নিবেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
জান্নাতুল নাঈম

মন্তব্যগুলি

Similar Recipes