এগ 65 (Egg 65 recipe in bengali)

Payel Nandi
Payel Nandi @cook_25166704
Midnapur

এগ 65 (Egg 65 recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জনের জন্য
  1. 6 টাসেদ্ধ ডিম
  2. 1/2 চা চামচনুন
  3. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  4. 1/2 চা চামচআদা কুচি
  5. 1/2 চা চামচরসুন কুচি
  6. 1টেবিল চামচ কারিপাতা কুচি
  7. 1 টালঙ্কাকুচি
  8. 4টেবিল চামচ ময়দা
  9. 3টেবিল চামচ ব্রেড ক্রাম্ব
  10. 1 টাকাঁচাডিমের সাদা অংশ
  11. 1/2 চা চামচগরম মশলা
  12. সস
  13. 1 চা চামচরসুন কুচি
  14. 3 টেশুকনো লঙ্কা
  15. 8-10 টাকারি পাতা
  16. 3টেবিল চামচ টমেটো সস
  17. 1 টাকাঁচা লঙ্কা কুচি
  18. 1টেবিল চামচ ধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সেদ্ধ ডিম গুলি থেকে কুসমটা বের করে সাদা অংশ টা ছোট ছোট কুচি করে একটা পাত্রে নিতে হবে।তার সাথে নুন,আদা কুচি,রসুনকুচি,লঙ্কাকুচি,লাল লঙ্কাগুঁড়ো,কারি পাতাকুচি,ময়দা,ব্রেড ক্রাম্পস,কাঁচাডিমের সাদা অংশ,গরম মশলা নিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে।

  2. 2

    এবার ছোট গোলাকার সেপ করে প্যান এ ভাজতে হবে হালকা বাদামি হওয়া পর্যন্ত।

  3. 3

    অন্য একটি প্যান এ তেল দিয়ে রসুনকুচি,শুকনো লঙ্কা,কারি পাতা,টমেটো সস দিয়ে 2-3 মিনিট রান্না করে ডিমের বল গুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে ওপরে কাঁচালঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payel Nandi
Payel Nandi @cook_25166704
Midnapur

Similar Recipes