সর্ষে নারকেল চিংড়ি (Sorshe Narkel Chingri recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#দৈনন্দিন রেসিপি
চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। চিংড়ি র মালাই কারি, ঝাল আমরা সকলেই খেয়ে থাকি। এই সরষে নারকেল চিংড়ি খুবই সুস্বাদু একটা পদ।

সর্ষে নারকেল চিংড়ি (Sorshe Narkel Chingri recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। চিংড়ি র মালাই কারি, ঝাল আমরা সকলেই খেয়ে থাকি। এই সরষে নারকেল চিংড়ি খুবই সুস্বাদু একটা পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 350 গ্রামচিংড়ি মাছ
  2. 2 চা চামচরাই সরষে
  3. 3 চা চামচকালো সরষে
  4. 4 চা চামচনারকেল কোরা
  5. 5/6 টাকাঁচা লঙ্কা
  6. স্বাদ মতোনুন
  7. 1/2 চা চামচহলুদ
  8. 150 গ্রামসর্ষে তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিংড়ি মাছ গুলো কে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিতে হবে।

  2. 2

    মিক্সি তে রাই সরষে, কালো সরষে ও নারকেল কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে গরম হতে দিতে হবে। তাতে চিংড়ি মাছ গুলো কে ভালো করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে কড়া করে ভাজা হবে না।

  4. 4

    ভাজা হয়ে গেলে, তেলে কালো জিরে ফোড়ন দিতে হবে। এবার নারকেল, লঙ্কা ও সরষের যে মিশ্রণ টা করে রাখা ছিল, সেটা দিয়ে 1 কাপ মতো জল দিতে হবে। এতে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে ভাজা চিংড়ি মাছ গুলো কে দিতে হবে। ঢিমে আঁচে কিছুক্ষণ ফোটার পর ওপর থেকে সরষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে করতে হবে সরষে নারকেল চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes