*কাঁচা লংকা ধনে পাতা ডিম*

Priyanka Paul Talukdar
Priyanka Paul Talukdar @cook_17334590

"উত্তর বাংলার রান্নাঘর ...।কাঁচা লংকা ধনে পাতা ডিম

*কাঁচা লংকা ধনে পাতা ডিম*

"উত্তর বাংলার রান্নাঘর ...।কাঁচা লংকা ধনে পাতা ডিম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ জনের জন্য
  1. ১২টা হাঁসের ডিম
  2. ৩ চা চামচ, আদা বাটা
  3. ৪টা বড় পিঁয়াজ,,
  4. ৩ চা চামচ কাঁচা লংকা বাটা
  5. ৮-১০ কোয়া রসুন থেঁতো করা
  6. স্বাদ মতলবন,
  7. ১৫টা গোটা কাঁচা লংকা।
  8. ১/২ কাপধনে পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিম গুলো সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে উপরি ভাগ অল্প করে চিড়ে নিতে হবে যাতে মশলাটা ডিমের ভিতরে ঢুকে।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি গুলো হাল্কা করে ভাজতে হবে যাতে পিঁয়াজ কুচি গুলো নরম এবং হাল্কা লাল হয়ে যায় ।
    এরপর আদা বাটা লংকা বাটা এবং পরিমান মতো লবন দিয়ে ভালো করে নাড়তে হবে।

  3. 3

    এরপর থেঁতো করা রসুন এবং অর্ধেক পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষাতে হবে ।
    তারপর সেদ্ধ করা ডিম আর অল্প জল দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মশলা গুলো ডিমের ভিতরে এবং গায়ে ভালো ভাবে লেগে যায়।

  4. 4

    এরপর গোটা কাঁচা লংকা গুলো দিয়ে একটু নেড়ে আঁচ বন্ধ করে বাকি ধনে পাতা কুচি গুলো দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে ।
    *আপনার কাঁচা লংকা ধনে পাতা ডিম একদম তৈরি*

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Paul Talukdar
Priyanka Paul Talukdar @cook_17334590

Similar Recipes