দই সর্ষে চিংড়ি

Tanusree Banerjee
Tanusree Banerjee @cook_16709571
HOWRAH

#কারি এবং গ্রেভি

চিংড়ি মাছের অনেক পদের মধ্যে এটা আমার বড্ড বেশি প্রিয়।এটা আমার মায়ের থেকে শেখা। আজ আমি তোমাদের শেখাই। ভাত ও রুটি ছাড়াও এটা পরোটার সঙ্গে পোলাও এর সঙ্গে জমে যায়।

দই সর্ষে চিংড়ি

#কারি এবং গ্রেভি

চিংড়ি মাছের অনেক পদের মধ্যে এটা আমার বড্ড বেশি প্রিয়।এটা আমার মায়ের থেকে শেখা। আজ আমি তোমাদের শেখাই। ভাত ও রুটি ছাড়াও এটা পরোটার সঙ্গে পোলাও এর সঙ্গে জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০গ্রামমাঝারি আকারের চিংড়ি মাছ
  2. ১/২ কাপপেঁয়াজ রসুন লঙ্কা বাটা
  3. ১ চা চামচ সরষে বাটা
  4. ১কাপ ফেটানো টক দই
  5. পরিমাণমতোনুন
  6. ১ চা চামচ মরিচ গুঁড়ো
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ২টি শুকনো লঙ্কা
  10. পরিমাণমতোসরষে তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    দই ফেটিয়ে নিয়ে তাতে সরষে বাটা মেশাতে হবে। পেঁয়াজ লঙ্কা রসুন বেটে নিতে হবে।

  2. 2

    কড়াই তে সরষে তেল গরম করে মাছ ভেজে নিতে হবে।

  3. 3

    ঐ তেলে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা দিয়ে কষতে হবে। এবার মাছ দিয়ে টক দই আর সরষে বাটা মেশাতে হবে।দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার সব মশলা ও নুন দিয়ে কষাতে হবে।এরপরে পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    হয়ে এলে ইচ্ছে মতো গ্রেভি রেখে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanusree Banerjee
Tanusree Banerjee @cook_16709571
HOWRAH

মন্তব্যগুলি

Similar Recipes