পিজ্জা(Pizza recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#Streetology
ছোট থেকে বড়ো কেউ নেই যে পিজ্জা পছন্দ করে না।ফাস্ট ফুড আইটেমের মধ্যে অন‍্যতম হলো পিজ্জা।দেশ থেকে বিদেশে এমন কোনো জায়গা নেই যা এই পিজ্জার জনপ্রিয়তা নেই।বাইরের খাবারের নানা রকমের ফ‍্যাট নিজের হাতে যদি ক‍্যালোরি মেপে ঘরেই পিজ্জা তৈরি করা যায় তো মন্দ হয় না।

পিজ্জা(Pizza recipe in bengali)

#Streetology
ছোট থেকে বড়ো কেউ নেই যে পিজ্জা পছন্দ করে না।ফাস্ট ফুড আইটেমের মধ্যে অন‍্যতম হলো পিজ্জা।দেশ থেকে বিদেশে এমন কোনো জায়গা নেই যা এই পিজ্জার জনপ্রিয়তা নেই।বাইরের খাবারের নানা রকমের ফ‍্যাট নিজের হাতে যদি ক‍্যালোরি মেপে ঘরেই পিজ্জা তৈরি করা যায় তো মন্দ হয় না।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫মিনিট
১জন
  1. ১কাপ ময়দা
  2. ১/২চা চামচ বেকিং পাউডার
  3. ১/২চা চামচ সোডা
  4. ১/২কাপ টক দই
  5. ১টি পেঁয়াজ
  6. ১টি ক‍্যাপ্সিকাম
  7. ২টি লাল লঙ্কা
  8. ১ চা চামচ বাটার / মাখন
  9. ১/২চা চামচ অরিগ‍্যানো
  10. ১/২চা চামচ চিলিফ্লেক্স
  11. স্বাদ মত লবণ
  12. ২চা চামচ সাদা তেল
  13. প্রয়োজন অনুযায়ী চীজ
  14. ২চা চামচ পিজ্জা সস

রান্নার নির্দেশ

৩৫মিনিট
  1. 1

    ১মে ময়দাতে বেকিং পাউডার বেকিং সোডা লবণ তেল দিয়ে মিশিয়ে নিবেন।টক দ ই অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে নিবেন।ময়দা মাখাটা ১টি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন কিছুখন।

  2. 2

    পেয়াজ ক‍্যাপসিকাম লম্বা করে কেটে নিবেন।১টি কড়াইতে ৩কাপ লবণ দিয়ে গ‍্যাসে বসিয়ে প্রিহিট করে নিবেন।এরপর ময়দাটিকে লেচি কেটে ১টি গোল রুটি বেলে নিবেন।রুটির গায়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিবেন।প্রিহিট করা কড়াইতে স্টান্ড বসিয়ে ১টি স্টিলের প্লেটে তেল লাগিয়ে গরম করে রুটি দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আচে১০-১২মিনিট বেক করবেন।

  3. 3

    এবার বেক করা রুটিতে ১মে বাটার লাগিয়ে নিবেন।তারপর পিজ্জা সস রুটির গায়ে লাগিয়ে নিবেন।এরপর পেয়াজ ক‍্যাপসিকাম গ্ৰেট করা চিজ অরিগ‍্যানো চিলিফ্লেক্স পাকালঙ্কা কুচি দিয়ে আবার বেক করবেন।চিজ গললে গ‍্যাস অফ করে দিবেন।গরমে ২মিনিটের মতো রেখে পরিবেশন করবেন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

মন্তব্যগুলি

Similar Recipes