ইলিশ মাছের জালি কাবাব

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

#Heritage
আমি সবসময় চাই একটি খাবারের কিছু দিয়ে তা কয়েকটি স্বাধের আইটেম তৈরি করতে এতে আমার শিখা হয় স্বাধ নিতে পারি আর প্রিয় কুকপয্যাড এ শেয়ার করে হেপি হই।

ইলিশ মাছের জালি কাবাব

#Heritage
আমি সবসময় চাই একটি খাবারের কিছু দিয়ে তা কয়েকটি স্বাধের আইটেম তৈরি করতে এতে আমার শিখা হয় স্বাধ নিতে পারি আর প্রিয় কুকপয্যাড এ শেয়ার করে হেপি হই।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপইলিশ মাছের পেস্ট
  2. 2 টিআলু সিদ্ধ বড় সাইজের
  3. 2 টিপেয়াজ ছেচা
  4. লবণ পরিমাননত
  5. 1 চা চামচশুকনা মরিচ ভাজা গুরা
  6. 1/4 চা চামচহলুদ গুরা
  7. 1/2 চা চামচআদা ও রসুন বাটা
  8. 1 চা চামচকাচামরিচ কুচি
  9. ডিম কোট করার জন্য
  10. তেল ভাজার জন্য
  11. 1 টে চামচধনেপাতা কুচি
  12. 1/2 চা চামচচাট মসলা

রান্নার নির্দেশ

  1. 1

    মাছগুলো ধুয়ে হলুদ ও লবণ দিয়ে পরিমানমত পানিতে সিদ্ধ করে নিব বারতি পানি শুকিয়ে নিব,আলু আলাদা পেন এ সিদ্ধ করে নিব

  2. 2

    মাছগুলো সিদ্ধ হলে বড় কাটাগোলো ফেলে দিয়ে ভাল করে মাছগুলো বেটে নিব

  3. 3

    আলু চটকে নিব পরিমানমত লবণ দিয়ে কারন মাছ সিদ্ধের সময় অল্প লবণ ব্যবহার করেছি,এখন তেল ও ডিম ছারা বাকি সব উপকরন মাছ,আলু ও অন্য সব উপকরন একসাথে মাখিয়ে নিব ভাল করে,আর হলুদ প্রথমেই সিদ্ধে দিয়ে দিয়েছি তাই আর দিবনা

  4. 4

    হাতে তেল লাগিয়ে মাখানো মাছগুলো পছন্দমত কাবাব বানিয়ে নিব কয়েকঘন্টা ফ্রিজ এ রেখে দিব এতে একটু টাইট হবে কাবাবগুলো

  5. 5

    পেন গরম করে অল্প তেল দিব মাছ ভাজতে যেমন তেল লাগে সেই রকম,এবার 1 টি ডিম ফাটিয়ে ভাল করে ফেটিয়ে নিব,ফেটানো ডিমে কাবাব চুবিয়ে তেল এ দিব,হালকা বাদামি করে ভেজে নিব বেশি ভাজলে পুরে যাবে,মাছ আগেই সিদ্ধ করা বলে হালকা ভেজে নিলেই হবে,,বেশি কাবাব একসাথে দিয়ে ভাজব না,2-3 টি করে করে ভেজে নিব

  6. 6

    টিপস:কাবাব যত বেশি ডিমে কোট করতে পারবেন ততই কাবাবগুলো জালি জালি ও সফট হবে।

  7. 7

    বিকেলের নাস্তায় পছন্দমত সস এর সাথে পরিবেশন করুন

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

Similar Recipes