মাংস দিয়ে কিছু রেসিপি আমি বিফ ও কলিজা কিমা কাবাব বানিয়েছি

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

#Happy মাংস দিয়ে আমি বিফ ও কলিজা কিমা দিয়ে কাবাব বানিয়েছি.,আমার ছোট ভাই তার বন্ধুদের কিছু খাবার খাওয়াবে বলে কিমা করে ফ্রিজ এ রেখেছিলাম,হঠাৎ অসুস্থ হয়ে পরার আর করা হয়নি,,,গতকাল ভাই বায়না করে আপি,,আমি তোমাকে সাহায্য করবো করে দেউ,,,আম্মা ও ভাই সব যোগিয়ে দিয়েছে আমি হাত লাগিয়েছি শুধু,,,মনটা কেমন যানি করছিল যে খেতে কেমন হবে,,,যখন ভাইয়ের বন্ধুর মেসেজ আসলো,কিরে দুস্ত খাবার কি রেস্তুরেন্ট থেকে কিনে দিছছ নাকি খুবই মজার ছিল,,তখন আমার যে কি খুশি লাগছিল,কারন অসুস্থ শরির নিয়ে করা ,তাই আনন্দটা বেশি লাগছে,,,আমার জন্য দোয়া করো সবাই,আমি আগের মত যেন বসে রান্না করতে পারি।

মাংস দিয়ে কিছু রেসিপি আমি বিফ ও কলিজা কিমা কাবাব বানিয়েছি

#Happy মাংস দিয়ে আমি বিফ ও কলিজা কিমা দিয়ে কাবাব বানিয়েছি.,আমার ছোট ভাই তার বন্ধুদের কিছু খাবার খাওয়াবে বলে কিমা করে ফ্রিজ এ রেখেছিলাম,হঠাৎ অসুস্থ হয়ে পরার আর করা হয়নি,,,গতকাল ভাই বায়না করে আপি,,আমি তোমাকে সাহায্য করবো করে দেউ,,,আম্মা ও ভাই সব যোগিয়ে দিয়েছে আমি হাত লাগিয়েছি শুধু,,,মনটা কেমন যানি করছিল যে খেতে কেমন হবে,,,যখন ভাইয়ের বন্ধুর মেসেজ আসলো,কিরে দুস্ত খাবার কি রেস্তুরেন্ট থেকে কিনে দিছছ নাকি খুবই মজার ছিল,,তখন আমার যে কি খুশি লাগছিল,কারন অসুস্থ শরির নিয়ে করা ,তাই আনন্দটা বেশি লাগছে,,,আমার জন্য দোয়া করো সবাই,আমি আগের মত যেন বসে রান্না করতে পারি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 কাপকলিজা 4 টুকরো বিফকিমা
  2. 2 টে চামচপেয়াজ ছেচা
  3. 2 টে চামচপেয়াজ বেরেস্তা
  4. 1 চা চামচকাজু বাদাম ও কিসমিস বাটা
  5. কাচামরিচ কুচি ছেচা পছন্দমত
  6. 2 টে চামচপুদিনাপাতা কুচি
  7. 2 টে চামচধনে পাতা কুচি
  8. 1 টে চামচআলু বুখারা পেস্ট
  9. 1/4 চা চামচহলুদ গুরা
  10. 1/2 চা চামচমরিচ গুরা
  11. 1/2 চা চামচধনে জিরা গুরা
  12. 1 চা চামচআদা ও রসুন বাটা
  13. গরম মসলা ও জয়ফল গুরা সামান্য
  14. 1 চা চামচচিনি
  15. 1/2 কাপসিদ্ধ কচলানো আলু
  16. 1 টিডিম
  17. মুরি বা ব্রেডক্রাম্ভ প্রয়োজনমত (রেসিপি দেখুন)
  18. তেল ভাজার জন্য
  19. 2 টে চামচঘি
  20. লবণ প্রয়োজন মত
  21. 1 চা চামচসয়াসস
  22. 1 চা চামচটমেটো সস
  23. দের চা চামচদই

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে আমি কিমা তৈরির সহজ ভাবে বলে নেই,,,কলিজা ও মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পানি ছেকে একটু হলুদ,লবণ,1 টি এলাচ,ও 1 টি দারচিনি দিয়ে ভাপিয়ে সিদ্ধ করে নিব পানিটা শুকিয়ে নিয়ে,,পাটায় অথবা ছেচুনি বাটিতে পিশে নিব,,,যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডার করে নিবে

  2. 2

    এবার এই কিমাটাতে সব উপকরন মসলা(,ডিম, ঘি,তেল,মুরি ক্রাম্ভ ছারা) সব উপকরন মেখে নিব ভাল করে

  3. 3

    এবার হাতের তালুতে নিয়ে চপ গুলো বানিয়ে নিব

  4. 4

    একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে একটি চপ গরিয়ে নিয়ে ক্রাম এর উপর রেখে দুপাশ উল্টিয়ে ভাল করে সব সাইড মুরে দিব

  5. 5

    আমি রাতে করে নরমাল ফ্রিজ এ রেখে দিয়েছি এতে ক্রাম্ভ ভাজার সময় ঝরে পরবে না

  6. 6

    ভাজার জন্য পেন গরম করে ঘি ও তেল গরম করে কাবাব দিয়ে,একপাশ হলে উল্টিয়ে দিয়ে দুপাশ ভেজে নিয়েছি,,তেল মাছ ভাজার মত দিতে হবে এত ডুবো তেলের প্রয়োজন নেই

  7. 7

    বিকেলের নাস্তায়,অতিথী আপ্যায়নে,বিরিয়ানির সাথে দারুন খেতে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes