জালি কাবাব।

জালি কাবাব।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ধোয়া, পানি ঝরানো কীমা একটা বোলে নিয়ে খুব ভালো করে কচলে নরম করে নিন। পাউরুটির টুকরা দুটো একটু পানিতে ভিজিয়ে চটকে নিন। এবার সরষের তেল, সয়াবিন তেল ও ব্রেড ক্রাম্ব ছাড়া একটা ডিম ও বাকি সবকিছু কীমাতে দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেশান। এবার সরষের তেল দিয়ে আবার ভালো ভাবে মেশান।
- 2
দুটি ডিম ভেঙ্গে নিন। এতে ২ টে চা কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার হাতে তেল লাগিয়ে কীমার মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে পছন্দ মত সাইজে চ্যাপ্টা কাবাব বানান। এদিকে চূলায় ফ্রাইপ্যানে পর্যাপ্ত তেল দিন। কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হলে একটা করে কাবাব ব্রেড ক্রাম্ব লাগিয়ে ডিমের মিশ্রনে চুবিয়ে তেলে ছেড়ে দিন।
- 3
প্রথমে আঁচ বেশী থাকবে। কাবাবের উপর ডিমের মিশ্রণ হালকা ভাবে ছিটিয়ে দেবেন ও কাবাবের উপর উঠিয়ে দেবেন। একটু লালচে হলে উল্টিয়ে দেবেন ও আঁচ একটু কমিয়ে দেবেন যাতে ভালো করে সিদ্ধ হয়। ৩/৪ মিনিট পরে আবার উল্টিয়ে দেবেন। আরেকটু ডিম ছড়িয়ে দিতে পারেন। এটাতেই জালির মত তৈরী হয় বলে এটাকে জালি কাবাব বলে। যাইহোক উল্টেপাল্টে লালচে বাদামী হলে তেল ঝড়িয়ে নামিয়ে কিচেন টাওয়েলের উপর রেখে বাকী তেল শুষে নিন। ব্যাস তৈরী হয়ে গেল অপূর্ব স্বাদের জালি কাবাব, উপভোগ করুন পরটা, নান, পোলাও, বিরিয়ানি অথবা শুধু সস দিয়ে!
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
শামী কাবাব।
হ্যাপি কুকিং এ মাংসের মজার কিছু বানানো তে আমার রেসিপি শামী কাবাব যেটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ভাত, পরটা, রুটি, পোলাও, বিরিয়ানী সবকিছুতেই এই কাবাব খাপ খেয়ে যায়!#happy C Naseem A -
চিকেন কাঠি কাবাব। Chicken Stick Kabab
কাবাব সাধারণত আমরা গরুর মাংস দিয়ে ই বানাতে পছন্দ করি। একটু রুচি বদলাতে এবার বানালাম চিকেন কাবাব।#heritage C Naseem A -
-
বিয়ে বাড়ির জালি কাবাব
#heritageবিয়েবাড়ির কাবাব পছন্দ করেনা এমন মানুষ হয়তো খুঁজে পাওয়াই যাবেনা।আজ তাই খুব স্পেশাল অথেন্টিক বাঙালির বিয়ে বাড়ির জালি কাবাব রেসিপি টি শেয়ার করছি।আশাকরি সবার ভালো লাগবে।ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
শাহী নারগিসী কোফতা কারী
সিদ্ধ ডিমের চারপাশে কীমার আবরন দিয়ে যে কোফতা তৈরী হয় তাকে নারগিসী কোফতা বলে। এটি এমনিও ভেজে খাওয়া যায়, আবার ভেজে নানা রকম মশলা দিয়ে গ্রেভী তৈরী করে তাতে রান্না করেও খাওয়া হয়। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দাওয়াতের আইটেম, তাই আমি মনে করি অন্য দেশের লোক এটা দেখে চমৎকৃত হবে। পোলাও, ভাত সবকিছুর সাথে এটি খাওয়া হয়।#egg C Naseem A -
সুতি কাবাব।
#Independenceগর্বিত বাঙালি কনটেস্টের তৃতীয় সপ্তাহে আমি বর্ণমালা 'স' বেঁছে নিয়ে তৈরি করেছি সুতি কাবাব। Rebeka Sultana -
সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। Beef curry with Shatkora
নানা অন্চলের নানা রান্না চ্যালেন্জে আমি নিয়ে এসেছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রান্না সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। যেহেতু এই মুহূর্তে হাতে ফ্রেশ সাতকরা নেই তাই আমি ফ্রোজেন সাতকরা দিয়ে রান্না করেছি। সুগন্ধ টা একটু কম হলেও খেতে দারুন হয়েছে! C Naseem A -
চিংড়ির মালাইকারী। Creamy Prawn Curry
চিংড়ির মালাইকারী বাংলাদেশের একটি জনপ্রিয় সুস্বাদু খাবার। ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। সাধারণত নারকেল দুধ দিয়ে সব রকম মশলা সহ এটা রান্না করা হয়। তবে আমি কিন্তু নারকেল দুধ ছাড়া এবং খুব কম মশলায় এটা রান্না করেছি। তবে আমি এতে আসল মালাই অর্থাৎ দুধের সর এবং সর তোলার পরে যে ঘন দুধ থেকে যায় সেটা ব্যবহার করেছি। খুবই সুস্বাদু হয়েছে এই মালাইকারী!#Happy C Naseem A -
Beef Cake
গরুর মাংস তো আমরা নানাভাবে ই খাই। আর কীমা দিয়ে আমরা মুখরোচক কাবাব, সমুসা ইত্যাদি তৈরী করি। সেই রকমই মুখরোচক একটি খাবার এই বীফ কেক যা নাস্তা হিসেবে খুবই উপাদেয় আবার পোলাও বা পরোটার সাথেও ভালো লাগে।#বছরের প্রথম রেসিপি C Naseem A -
বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই।
এবারের ওয়ার্ড গেম থেকে আমি খুঁজে পেয়েছি চিকেন ফ্রাই।নিয়ে এলাম এমন একটি রেসিপি, যা সবাই ভীষণ পছন্দ করে,বিয়ে বাড়ির স্টাইলে চিকেন ফ্রাই।তবে এই ফ্রাইয়ের ধরনটা একদম আলাদা।আশাকরি আমার রেসিপি পেয়ে সবাই বাসায় বিয়েবাড়ির স্বাদে চিকেন ফ্রাই উপভোগ করতে পারবেন। Bipasha Ismail Khan -
বীফ কাচ্চি বিরিয়ানী।
কাচ্চি বিরিয়ানী হচ্ছে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানী রান্না করা। সাধারণত খাসীর মাংস দিয়ে ই এই বিরিয়ানী রান্না করা হয়। তবে গরুর মাংস দিয়েও ভালো ই বিরিয়ানী হয়। C Naseem A -
উইন্টার স্পেশাল বারবিকিউ চিকেন কাবাব
#heritageশীত চলে এসেছে আর বারবিকিউ কাবাব খাবো না,তাতো হবেই না!!!তাই প্রিয় সব কুকপ্যাডারডের জন্য আজ নিয়ে এলাম আমার চটজলদি চুলায় তৈরি বারবিকিউ চিকেন কাবাব। আশাকরি সবার ভালো লাগবে।ধন্যবাদ।😍❤️😊 Tasnuva lslam Tithi -
স্পাইসি চিকেন ফ্রাই। Spicy fried chicken
বাচ্চাদের পছন্দের খাবার হচ্ছে চিকেন ফ্রাই। এটাকে আমি একটু স্পাইসী করেছি একটু হট চিলি সস মিশিয়ে আর ক্রিস্পি করেছি তিনবার ময়দার কোটিং দিয়ে।#Happy C Naseem A -
কাঁচকলার কাবাব
কাঁচকলা একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজী। বাচ্চারা সাধারণত এই সবজী দিয়ে ভাজি বা তরকারী খেতে চায়না। তাই মাঝে মাঝে আমি এই কাঁচকলা দিয়ে কাবাব বা বড়া তৈরী করি যা সবাই বিনা বাক্যব্যয়ে খেয়ে ফেলে কারন তারা বুঝতেও পারেনা যে তারা কাঁচকলা খাচ্ছে!#রান্না C Naseem A -
টক মিষ্টি মাছের কোফতা (Sweet and sour fish ball)
#বাঙ্গালী ভোজএটি আমার নিজস্ব একটি ফিউশন রান্না। দেশী মশলা ও সস দিয়ে অত্যন্ত সুস্বাদু একটি ডিশ যা ভাত, পোলাও, রুটি সবকিছুর সাথেই খাওয়া যায়। C Naseem A -
চিকেন পটেটো কার রুল,
#ঝটপট , আমার বাসায় মেহমান আসলে এই রুল বানাই কারন এটা দেখে সবাই অনেক পছন্দ করে,অনেক এ এমন ও বলেছিলেন এগুলো কে কি শাড়ি পরাইছো🙈🙈।দেখতে যেমন সুন্দর খেতে ও দারুন মজা, Asia Khanom Bushra -
BAKED DESGINER SAMUSA!
সমুসার ডিজাইন সাধারণত ত্রিকোণাকৃতির হয়। আমি একটু নতুনত্ব আনার জন্য বিভিন্ন আকৃতিতে তৈরী করেছি ও এগুলো একটু ডিজাইন করে সাজানোর চেষ্টা করেছি। পুরের জন্য মাংস ব্যবহার না করে আমি মুরগীর গীলা কলিজা নিয়েছি। গীলা যেহেতু শক্ত তাই টুকরো করা গীলা প্রথমে সিদ্ধ করে তার পর কলিজা সিদ্ধ করেছি। আর আমি সমুসাগুলো তেলে না ভেজে ওভেনে বেক করেছি। নামটাও আমার নিজেরই দেওয়া! আমি সবসময় রান্নাতে বৈচিত্র্য আনতে পছন্দ করি, তাই এই প্রয়াস এবং এটা এই আইটেমে প্রথম প্রয়াস!#রান্না C Naseem A -
হায়দ্রাবাদি বীফ কারি।
ভীষণ মজার এবং একটু ভিন্ন আর মজার স্বাদের বীফ ভূণা রেসিপি।আশাকরি সবার ভালো লাগবে। Bipasha Ismail Khan -
-
এগ টমেটো কাবাব
#Heritage আমি এবার নিয়ে আসাম টমেটোর কাবাব,আমার কাছে ভাল লেগেছে ,তাই সবার জন্য নিয়ে এলাম। Asma Akter Tuli -
কালা ভুনা
বিয়ে বাড়ির সাদা পোলাও দিয়ে হোক অথবা সাদা ভাত দিয়ে, এই গোশত ভুনা জমে যায় সবকিছুর সাথেই। Ummay Salma -
সব্জী পেঁয়াজু বা Vegetable onion fritters
Street food হিসেবে আমরা কতকিছুই খাই, সিঙারা, সমুসা, চটপটি, ঝাল মুড়ি, ফ্রেঞ্চ ফ্রাই, ছোলা ভূনা ইত্যাদি। আমি নিয়ে lএলাম পুষ্টিকর চটপটাVegetable Piazu বা সব্জী পেঁয়াজু। নরমাল পেঁয়াজুর মতই তবে অনেক পুষ্টিকর। C Naseem A -
-
সিদ্ধ কাঁচকলার ছিলকা ভর্তা।Mashed peel of boiled green banana
কাঁচকলা সিদ্ধ করে আমরা ভর্তা করি বা বড়া বানাই। কিন্তু ছিলকাগুলো ফেলে দিই। এই ছিলকা কিন্তু ভিটামিন, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপূর। তাই এগুলো ফেলে না দিয়ে যদি আমরা ভর্তা করে খাই তবে শরীরের পুষ্টি যোগাবে অনেক। খেতেও মন্দ না কিন্তু! তাই নিয়ে এলাম আমার তৃতীয় রেসিপি।#Cookeverypart. C Naseem A -
দাহি পনির কাবাব
#heritageপনির খেতে খুব ভালোবাসি।আর তাই পনির দিয়ে তৈরি করলাম মজাদার ভীষণ পছন্দের দাহি পনির কাবাব। শীতের দিনে তো মত ইচ্ছা পনির খাওয়াই যায়!!! তাই নিয়ে এলাম এই প্রিয় কাবাব রেসিপি টি।আশাকরি সবার ভালো লাগবে।ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
টুনা ফিশ কাবাব
টুনা ফিশ কাবাব খুব সহজ কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নেয়া যায় । এটি ভিষন মজাদার একটি নাস্তা । বিকেলে চায়ের সাথে এমন কি পোলাও বিরিয়ানির সাথেও সাইড ডিশ হিসেবে ব্যবহার করা যায় । আমার পরিবারের দারুন পছন্দ এই টুনা ফিশ কাবাব । Farzana Ahmed -
ইলিশ মাছের জালি কাবাব
#Heritageআমি সবসময় চাই একটি খাবারের কিছু দিয়ে তা কয়েকটি স্বাধের আইটেম তৈরি করতে এতে আমার শিখা হয় স্বাধ নিতে পারি আর প্রিয় কুকপয্যাড এ শেয়ার করে হেপি হই। Asma Akter Tuli -
বীফ কাবাব।
#happyমাংস দিয়ে মজার কিছু তৈরীর কথা মনে হলে প্রথমেই আমার চটপট এবং সহজেই তৈরী করা যায় কাবাব এর কথা মনে আসে।এখন মুটামুটি কোরবানি ঈদের পর সবার বাসায়ই রয়েছে বীফ।এই কাবাবটি বীফ বা চিকেন কিমা দিয়ে তৈরী করা যাবে। Rebeka Sultana -
শাহী বিফ শামি কাবাব
#Heritegeআমার পরিবারের সবাই এই কাবাব খুব পছন্দ করেন, অন্য খাবারের সাথে না খেয়ে বিকেলের নাস্তায় খেতে বেশ পছন্দ করেন, আশা করি আপনাদের ও ভালো লাগবে, Asia Khanom Bushra -
More Recipes
মন্তব্যগুলি