আলুর দম।

C Naseem A
C Naseem A @cook_26638784

সকাল বেলা নাস্তায় রুটি বা পরটার সাথে খাওয়ার জন‍্য আলুর দম একটি চমৎকার আইটেম। একটু টক একটু ঝাল স্বাদ সকালের ভোজনকে করে তুলে পরিতৃপ্তিদায়ক!

আলুর দম।

সকাল বেলা নাস্তায় রুটি বা পরটার সাথে খাওয়ার জন‍্য আলুর দম একটি চমৎকার আইটেম। একটু টক একটু ঝাল স্বাদ সকালের ভোজনকে করে তুলে পরিতৃপ্তিদায়ক!

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০ মিনিট।
৪-৬ জন।
  1. ৪ টাআলু- সিদ্ধ করে আধ ভাঙ্গা করে নেওয়া।
  2. ১টাপেঁয়াজ কুচি- বড়
  3. ১ চা চা করেআদা ও রসুন বাটা-
  4. ৩টাশুকনো মরিচ -
  5. ২চা চাধনেপাতা কুচি-
  6. ২টাটমেটো - কুচি করা।
  7. ১ টে চাটমেটো সস-
  8. ১চা চাপাঁচফোড়ন -
  9. ১চা চামরিচ গুড়া-
  10. দেড় চা চাধনে গুড়া-
  11. ১/২ চা চাহলুদগুঁড়া -
  12. ১/২ চা চাজিরা গুড়া-
  13. ১ চা চাপাঁচফোড়ন গুড়া-
  14. ১ চা চাভাজা জিরাগুঁড়া -
  15. ৩টে চাতেল-
  16. পানি- প্রয়োজন মত।
  17. লবণ- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে চূলায় কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজ দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা রশুন দিয়ে কষান। শুকনো মরিচ ছিঁড়ে দিন। একটু পানি দিন। আদা রসুন কষানো হয়ে গেলে মরিচ, হলুদ,ধনে, জিরা গুড়া দিয়ে দিন। অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

  2. 2
  3. 3

    মশলা কষানো হলে এতে টমেটো দিন। আমার কাছে ফ্রেশ টমেটো ছিলনা তাই আমি ফ্রোজেন টমেটোর পাল্প করে দিয়েছি। ৫/৬ মিনিট কষিয়ে আলু ও লবণ দিন। অল্প অল্প পানি দিয়ে কষান। ৫ মিনিট কষিয়ে টমেটো সস দিন ও দু মিনিট কষান। এরপর পরিমাণমতো পানি দিন যেন মাখা মাখা ঝোল হয়।

  4. 4

    ৫/৭ মিনিট পরে ঢাকনা খুলে লবণ ও ঝোলের ঘনত্ব চেক করুন। এবার পাঁচফোড়ন ও জিরাগুঁড়া ছড়িয়ে দিন। কাঁচা মরিচ থাকলে ৩/৪ টে ভেঙ্গে দেবেন। আমার কাছে ছিলনা তাই দেইনি। নেড়ে দু মিনিট ঢেকে তারপর চূলা বন্ধ করে দিন। ব‍্যাস তৈরী হয়ে গেল সকালের নাস্তাকে উপভোগ‍্য করার জন‍্য আলুর দম। উপভোগ করুন রুটি বা পরটার সাথে।

  5. 5
  6. 6
Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি (3)

Similar Recipes