কচুশাকের টকমিষ্টি খাট্টা। (Sweet n sour soup of Arum leaves)

C Naseem A
C Naseem A @cook_26638784

কচু শাক আর ডাটা হচ্ছে আয়রনের ডিপো। শাকতো সাধারণ ভাবে রান্না করে খাওয়াই যায় কিন্তু এটা দিয়ে টকমিষ্টি স্বাদের অপূর্ব একটি টক রান্না করা যায় যেটি প্রচন্ড গরমে প্রশান্তি এনে দেয়! এটা খুবই পুষ্টিকর ও বটে। এটি সিলেটের একটি জনপ্রিয় টক রান্না।

কচুশাকের টকমিষ্টি খাট্টা। (Sweet n sour soup of Arum leaves)

কচু শাক আর ডাটা হচ্ছে আয়রনের ডিপো। শাকতো সাধারণ ভাবে রান্না করে খাওয়াই যায় কিন্তু এটা দিয়ে টকমিষ্টি স্বাদের অপূর্ব একটি টক রান্না করা যায় যেটি প্রচন্ড গরমে প্রশান্তি এনে দেয়! এটা খুবই পুষ্টিকর ও বটে। এটি সিলেটের একটি জনপ্রিয় টক রান্না।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা।
৬\৭ জন।
  1. ১/২ কে জিকচু শাক -
  2. ১টিপেঁয়াজ -
  3. ১ টিরশুন-
  4. তেতুল- প্রয়োজন মত।
  5. গুড় বা চিনি- প্রয়োজন মত।
  6. ১টে চামচপাঁচফোড়ন -
  7. ২টে চামচতেল-
  8. লবণ-স্বাদমত।
  9. পানি- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ

১ ঘন্টা।
  1. 1

    কচুশাক গুলো ভালো করে ধুয়ে কুচি করে নিন। পেঁয়াজ রশুন ও কুচি করে নিন। শাক সামান্য পানি দিয়ে ভাপিয়ে নিন ও একটু খেয়ে দেখুন গলা চুলকায় কিনা। যদি চুলকায় তবে পানি ফেলে দিন, নাহলে ফেলার দরকার নেই। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি বাটিতে বিচি ছাড়া তেতুল ১/২ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ক্কাথ বানানোর জন্য।

  2. 2

    কচুশাকের মিশ্রণ টি একটা কড়াইয়ে ঢেলে পরিমানমত পানি ও লবণ দিয়ে চূলায় বসিয়ে দিন। পানি এমন পরিমাণে দেবেন যেন বেশী ঘনও না হয় আবার পাতলাও না হয়। মধ‍্যম আঁচে দশ মিনিট জ্বাল দেওয়ার পরে এতে তেতুলের ক্কাথ, আন্দাজ মত গুড় বা চিনি দিয়ে আবার ও জ্বাল দিতে থাকুন। গুড় দিলে বেশী মজা হয়।

  3. 3

    মাঝে মাঝে নাড়বেন। সাত আট মিনিট পরে চেখে দেখুন লবণ টক ও মিষ্টির ব‍্যালেন্স ঠিক হয়েছে কিনা। প্রয়োজন মত যেটা দরকার সেটা যোগ করুন। স্বাদটা টকমিষ্টি হবে, বেশী টক ও না, বেশী মিষ্টি ও না। ঘনত্বটা হবে চিকেন কর্ণ স‍্যুপের মত। দরকার মনে করলে পানিও যোগ করতে পারেন।

  4. 4

    চূলার আগুন কমিয়ে দিন। আরেকটি চূলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন। গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটতে শুরু করলে রসুন দিন। রশুন বাদামী হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। সোনালী রং হলে কচুশাকের মিশ্রণের উপর ঢেলে নেড়েচেড়ে ঢেকে আরও দুই মিনিট মাঝারী আঁচে জ্বাল দিন। ব‍্যাস হয়ে গেল গরমের দুপুরের জন‍্য একটি সুস্বাদু পুষ্টিকর শেষ পাতের খাওয়া। গরম ভাতের সাথে অমৃত। অবশ‍্যই ট্রাই করবেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

Similar Recipes