রেসিপির নামঃ ছোলা ভুনা

Munsora Islam Bithi
Munsora Islam Bithi @B222450

#Bdfood
রমজানের মজাদার ওহ কমন আইটেম হচ্ছে ছোলা ভুনা৷ আমি আজ ছোলা ভুনার রেসিপি নিয়ে আসলাম সবার জন্য।

রেসিপির নামঃ ছোলা ভুনা

#Bdfood
রমজানের মজাদার ওহ কমন আইটেম হচ্ছে ছোলা ভুনা৷ আমি আজ ছোলা ভুনার রেসিপি নিয়ে আসলাম সবার জন্য।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০ মিনিট
২ জন
  1. ১ কাপ সিদ্ধ করা ছোলা
  2. একটাবড় আলু সিদ্ধ
  3. পরিমান মত৷ কিউবকরে কাঁটা পেয়াঁজ কুচি
  4. পরিমান মতকাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি
  5. পরিমানমতহলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুড়ো
  6. পরিমান মতলবন
  7. পরিমান মতপানি
  8. পরিমান মতআদা রসুম বাটা

রান্নার নির্দেশ

২০ মিনিট
  1. 1

    এক কাপ ছোলা গুলোকে দুই কাপ পানি দিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর ছোলা গুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে৷
    চুলায় পরিমান মত তেল দিয়ে তেল গরম হলে তাতে গরম মসলা ফোড়ন দিতে হবে৷ তারপর পেয়াজ কুচি দিয়ে হালকা ভেজে আস্তে আস্তে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হলে তাতে আলু সহো ছোলা দিয়ে আবার কষাতে হবে। এরপর সামান্য পরিমান পানি দিয়ে ঢেকে রান্না হতে দিতে হবে। রান্না শেষ হয়ে আসলে তাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে৷ ব্যস হয়ে যাবে মজাদার ছোলা ভুনা৷

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Munsora Islam Bithi

মন্তব্যগুলি

Similar Recipes