চিংড়ি কোরমা

Moumita Mitra
Moumita Mitra @cook_15996885

এই পদটি চিংরি মাছের খুব সুস্বাদু একটি পদ।

চিংড়ি কোরমা

এই পদটি চিংরি মাছের খুব সুস্বাদু একটি পদ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৬জন
  1. ৫০০গ্রাম গলদা চিংড়ি
  2. ৪টি মাঝারি মাপের পিয়াজ সেদ্ধ করে বাটা
  3. ১টুকরো দারচিনি
  4. ৩টি এলাচ থেঁতো করা
  5. ৪ কোয়া রসুন
  6. ২ টেবিল চামচ আদা বাটা
  7. ২টি ছোট মাপের টমেটো পেস্ট
  8. ৩টি কাঁচা লঙ্কা বাটা
  9. ১০০গ্রাম টক দই
  10. ২+ ১/২ টেবিল চামচ কাজু বাদাম বাটা
  11. ১ টেবিল চামচ ঘি
  12. ১+ ১/২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  13. 1 চিমটিজায়ফল জয়িত্রি গুড়ো
  14. ৪ টেবিল চামচ সাদা তেল
  15. স্বাদমতোনুন
  16. স্বাদমতোচিনি
  17. ১ছোট কাপ জল
  18. সামান্যসাজানোর জন্য জাফরান

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখুন।

  2. 2

    এবার কড়াইতে তেল ও ঘি গরম করুন।একটু গরম হলে নুন মাখানো চিংড়ি মাছ গুলো দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবার ওই তেলে দারচিনি, থেঁতো করা এলাচ ফোঁড়ন দিন।একটু নেড়ে ওর মধ্যে পিয়াজ বাটা এবং চিনি দিয়ে ২মিনিট মত কষান।২মিনিট পর আদা ও রসুন বাটা দিয়ে আবার ভাল করে কষান।

  4. 4

    ভালো করে কষানো হলে ওর মধ্যে একে একে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা বাটা,টক দই এবং কাজু বাদাম বাটা দিন।এর মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিন আর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিন।কষানো হলে ২-৩ মিনিট মত ঢাকা দিয়ে রাখুন।

  5. 5

    এরপর ঢাকা খুলে জায়ফল জয়েত্রি গুড়ো দিন এবং ফ্রেশ ক্রিম দিন।এবার ৩মিনিট মত অল্প আঁচে ঢেকে রান্না হতে দিন।

  6. 6

    এবার ৩ মিনিট পর নামিয়ে নিন। ব্যাস রেডি / তৈরি চিংড়ী কোরমা। গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Moumita Mitra
Moumita Mitra @cook_15996885

মন্তব্যগুলি

Similar Recipes