পেঁপের টক মিষ্টি চাটনি (Penper tok mishti chutney recipe in Bengali)

মিনু রায় পূজা
মিনু রায় পূজা @cook_31285061

আমরা সবাই জানি। জানি পেঁপের গুনের কথা

পেঁপের টক মিষ্টি চাটনি (Penper tok mishti chutney recipe in Bengali)

আমরা সবাই জানি। জানি পেঁপের গুনের কথা

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

30 মিনিট সময়
4 জনের জন্য
  1. ১ টা মাঝারি সাইজের পেঁপে
  2. ২৫গ্রামকাজু
  3. ১/২ কাপ লেবুর রস
  4. প্রয়োজন মত কিসমিস
  5. ১ চা চামচ লেবুর রস
  6. স্বাদমতচিনি
  7. ১ কাপ চিনি

রান্নার নির্দেশ

30 মিনিট সময়
  1. 1

    পথমে ভালো করে পেঁপে টাকে ধুয়ে নিবো তার পরে 4 ফালা করে কেটে নিবো তার পরে গ্রেড

  2. 2

    করে নিবো ।। একটা করাই তে এক চামচ তেল গরম করলাম তাতে

  3. 3

    ফরনে দিয়ে দিলাম একটা শুকনো লংকা সামান্য একটু পাঁচ ফরন আর তাতে দিয়ে দিলাম গ্রেড করা পেঁপে গুলো।

  4. 4

    আর তাতেই দিলাম হালকা হলুদ গুঁড়া আনদাজ মতো লবণ আর

  5. 5

    তার পরে ভালো মতো নারা চারা করে নিবো হাঁপ কাপ জল দিয়ে দিবো

  6. 6

    তার পরে ঢেকে দিলাম আর উনানে আচ টা কমিএ নিবো তার পরে

  7. 7

    10মি পরে ঢাকা খুলে নিলাম তার পর দিলাম চিনি দিয়ে নারা চারা করে

  8. 8

    তাতেদিলাম কাজু কিসমিস আবার একটু নারা চারা করে নিবো তার পরে লেবুর রস মিশিয়ে দিলাম

  9. 9

    জখন একটু থকথকা হয়ে গেলে এক চামচ ভিনিগার দিয়ে নারা চার করে নিবো তার পরে নামিয় নিবো

  10. 10

    কয়টা বেদনা দানা নিয়ে ছরিয়ে দিবো তার পরে হয়ে গেলে পেঁপে চাটনি এবার পরিবেশন করুন

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
মিনু রায় পূজা

Similar Recipes