পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

Nabanita Mondal Chatterjee
Nabanita Mondal Chatterjee @cook_nabanita
Amta, Howrah

#মকরসংক্রান্তির রেসিপি

পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

#মকরসংক্রান্তির রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫জন
  1. ২০০গ্রাম সিদ্ধ চাল
  2. ৩০০গ্রাম আতপ চাল
  3. ১০০গ্রাম মুগডাল
  4. ৫০গ্রাম ময়দা
  5. ৫০০ গ্রাম দুধ
  6. ২৫০গ্রাম ক্ষীর
  7. ১মালা নারিকেল
  8. ৫০০গ্রাম চিনি
  9. স্বাদ মতো নুন
  10. ৬টি এলাচ
  11. ২গ্লাস জল
  12. ১টি তালপাতার ছোট টুকরো বা একটা পাতলা সিম
  13. ১ টা কলা পাতার বোঁটা আধ হাত একটা বেগুনের বোটা।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সিদ্ধ চাল আতপ চাল ডাল কমপক্ষে 5 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর শক্ত এবং মিহি করে বেটে নিন। ময়দা ও দুধ দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করুন। ব্যাপারটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়।

  2. 2

    একটা পাত্রে দুধ গরম করতে বসান। দুধ ফুটে গেলে তাতে চিনি নারকেল গুঁড়ো ও খোয়া ক্ষীর দিয়ে নাড়তে থাকুন। ভালো করে পাক দিয়ে পুর তৈরি করে নিন

  3. 3

    তারপর একটা মাটির তাওয়া বা একটা নন স্টিক তাওয়ায় কলাপাতার মোটা বা বেগুন এর সাহায্যে তেল বুলিয়ে নিন তারপর পরিমাপ মত ব্যাটার দিন ছোট তালপাতার টুকরো বা সিম দিয়ে ব্যাটারটাকে তাওয়াই চারিয়ে দিন।

  4. 4

    তারপর এতে পুর দিন ও ডিমের ওমলেট এর মত ভাঁজ করে দিন।

  5. 5

    তারপর পাটিসাপটা গুলো ঘি বা সাদা তেলে ভেজে নিন। গরম গরম স্বাদ নিন। আর আমার শ্বশুর বাড়ির মতো রসে ডুবিয়ে ও খেতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Mondal Chatterjee
Amta, Howrah

মন্তব্যগুলি

Similar Recipes