চিড়ের পোলাও (chirer polau recipe in Bengali)

Poulami Sen
Poulami Sen @cook_18123741

চিড়ের পোলাও (chirer polau recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ২০০ গ্রাম চিড়ে
  2. ১ টা মাঝারি আলু কুচানো
  3. ১ টা বড় গাজর কুচানো
  4. ১ টা বড় পেঁয়াজ কুচানো
  5. ৩-৪ টি কাঁচালঙ্কা কুচি
  6. ৫০ গ্রাম ভাজাবাদাম
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদমতো নুন ও চিনি
  9. ৩ টেবিল চামচ সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিঁড়ে টাকে ভালো করে ধুয়ে চালুনি ওপরে পাতিয়ে দিতে হবে যাতে জল ঝরে যায় এবং চিঁড়ে শুকিয়ে যায়।

  2. 2

    অন্যদিকে কড়াইতে পেঁয়াজ কুচি,আলু এবং গাজর কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর তাতে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    সবজি যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, ভিজিয়ে রাখা চিঁড়ে এবং সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা আঁচে।

  4. 4

    সমস্তটা ভালোমতো মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে চিনি এবং খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।

  5. 5

    ভাজা হয়ে গেলে ওপর থেকে ভাজা বাদাম দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Poulami Sen
Poulami Sen @cook_18123741

Similar Recipes