আলু মটরশুটির সিংগারা

Umma Humaira
Umma Humaira @cook_28817823

আলু মটরশুটির সিংগারা

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪০ মিনিট
৮/৯ জন
  1. খামিরের জন্যঃ
  2. ১.৫ কাপ +২ টেবিল চামচ +১ চা চামচময়দা + তেল + কালোজিরা
  3. ২ টিপুরের জন্যঃ আলু মাঝারি সাইজের
  4. ১ কাপপেয়াজ কুচি
  5. ১ চাচামচ করেপাচফোড়ন+ জিরা গুরা
  6. ২ চা চামচ + ১/২ কাপআদা রসুনবাটা + মটরশুটি
  7. ১.৫চা চামচ + ২ টেবিল চামচমরিচের গুঁড়ো + তেল
  8. পানি সামান্য
  9. লবণ স্বাদমতো

রান্নার নির্দেশ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে ময়দা,তেল,লবণ,কালোজিরে দিন

  2. 2

    পরিমান মত পানি দিয়ে খামির তৈরি করে নিন।

  3. 3

    এবার আলু সিদ্ধ করে কিউব করে কেটে নিন। একটা কড়াইতে তেল দিন,পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষন নেড়ে নিন। তারপর সব মশলা দিন।সামান্য পানি দিয়ে কষীয়ে নিন।

  4. 4

    তারপর আলু ও মটরশুটি দিয়ে ভালো করে রান্নাকরে নিন।

  5. 5

    এবার খামির থেকে লেচি কেটে রুটি বানিয়ে নিন।মাঝখান থেকে কেটে তাতে পুর ভরে সিংগারা তৈরি করে ডুবো তেলে ভেজে নিন।

  6. 6
Edit recipe
See report
শেয়ার
Cook Today
Umma Humaira
Umma Humaira @cook_28817823

Similar Recipes