রান্নার নির্দেশ
- 1
পটোলের খোসা ছাড়িয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পুরো খোসা ছাড়িয়ে না যায়; গায়ে কিছুটা রেখে রেখে খোসা ছাড়াতে হবে।এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রতিটা পটলের দুদিকের সরু মুখগুলো কেটে ফেলতে হবে।
- 2
এরপর একটা করে পটল নিয়ে তার দুই মুখের যে কোনো একদিকের মুখ বড় করে কেটে গর্ত করে নিতে হবে।এবার খুব সাবধানে চামচের সরু দিক দিয়ে পটলের ভিতরের সব বীজ বের করে আনতে হবে।
- 3
এভাবে সবকটা পটলের বীজ বের করা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে তাতে পটলগুলো হাল্কা ভেজে তুলতে হবে তবে বেশি ভাজা যাবেনা। খেয়াল রাখতে হবে যাতে পটলের সবুজ ভাবটা হারিয়ে না যায়।
- 4
ব্লেন্ডারে পোস্ত,কাজুবাদাম ও কাঁচালঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে।
- 5
পুরের জন্য প্রথমে পনিরকে একটা পাত্রে নিয়ে গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে।পনির মধ্যে একে একে কোরানো নারকেল,কাজুবাদাম-কিসমিস কুচি, জিরে গুঁড়ো,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে পুরটা দিয়ে সাঁতলে নিতে হবে।
- 6
একটা করে পটল নিয়ে তার খোলা মুখের মধ্যে পুরটা চামচের সরু দিক দিয়ে বা আঙ্গুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে।
- 7
এভাবে সবকটা পটলে পুর ভরা হয়ে গেলে কড়াইতে তেল গরম করে সাদা জিরে,দারচিনি,এলাচ,লবঙ্গ ফোড়ন দিতে হবে।তারপর পেস্ট টা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিশ্রণটা থেকে তেল ছাড়লে ওর মধ্যে টকদই (ফেটিয়ে নিয়ে) মিশিয়ে দিতে হবে। একে একে জিরে গুঁড়ো,হলুদ গুঁড়া স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিন।
- 8
গ্রেভি ফুটে উঠলে ধীরে ধীরে পুরভরা পটলগুলো ছাড়তে হবে এবং ৫ -৬ মিনিট রেখে গ্রেভি মাখামাখা হয়ে গেলে ওভেন বন্ধ করে গরম ভাতে/রুটির সঙ্গে পরিবেশন করুন পটলের দোলমা।
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
-
-
-
পুরভরা পটলের মোরব্বা।
৯০এর দশকে এক আত্মীয় নেপাল থেকে একটি অপূর্ব মিষ্টির সাথে পরিচয় ঘটান। খুবই সুস্বাদু খেতে। তারপর আমি রেসিপি খুঁজতে থাকি। হঠাৎ একদিন টিভি তে রান্নার অনুষ্ঠানে এই রেসিপি পেয়ে যাই। তারপর থেকে আমি মাঝে মাঝেই এই মিষ্টি বানাই। এটা পটলের মোরব্বা বানিয়ে তার ভিতরে ক্ষীরসা পুরে সার্ভ করা হয়। Stuffed Sweets of Pointed Gourd একটি সুস্বাদু মিষ্টান্ন। C Naseem A -
-
নারকেল দিয়ে চিকেন ভুনা
#FRUIT এক আপুর থেকে নারকেলচিকেন রান্না দেখে আজকে আমি রান্না করেছি কিন্তু ওই আপুকেখুজে পাচ্ছিনা😭ধন্যবাদ জানাতে,,,দুপুর থেকে খুজেই যাচ্ছি আমি নারকেলচিকেন আপুকে হারাই ফেলেছি হারানো বিজ্ঞপ্তি নিয়ে আসলাম😋 Asma Akter Tuli -
-
-
-
সুগন্ধি চিকেন ভুনা
আজকে চিকেন রান্না করেছি প্রতিদিন এর মতই কিন্তু ছেলের নাকে নাকি সুন্দর গন্ধ পায় ,তারপর আমি বললাম আগে খেয়ে নাউ পরে বল কেমন খেয়ে বলে অনেক মজা সুন্দর গন্ধ কেন কি দিছ,আমি তো চিন্তা করে পাইনা হঠাৎ মনে হলো কদিন ধরে মাসিক বাজার করতে গিয়ে রান্নার কাজে সঠিকভাবে হচ্ছে না আদা বাটা ছিল না এই সময় বাটার টাইম ও নাই তাই ছেচে দিয়েছিলাম বলে এমনটা,,,মাসাল্লাহ ছেলে আমার স্বাধ ধরতে পেরে গেছে।তাই নাম দিলাম সুগিন্ধ চিকেন ভুনা🤣 Asma Akter Tuli -
-
-
নারকেলের জর্দা সেমাই
#fruitনারকেল দিয়ে দেশীয় ঐতিহ্য বহনকারী একটি সুইট বিশ হলো নারকেলের জর্দা সেমাই। ভীষণ পছন্দের এই রেসিপি টি শেয়ার করবো আজ। Tasnuva lslam Tithi -
-
-
-
-
-
-
-
-
-
-
গাজর ও লাউ এর পায়েশ।
গাজর আর লাউ দুটোই সব্জী। কিন্তু এগুলো দিয়ে মিষ্টান্ন ও করাযায় যেমন হালুয়া, লাড্ডু, পায়েশ। আমি চেষ্টা করেছি দুটো মিলিয়ে একটা পায়েশ বা ক্ষীর বানাতে। মন্দ হয় নি খেতে! C Naseem A -
-
-
-
-
-
More Recipes
মন্তব্যগুলি