ঝটপট চটপটি

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

#Happy আজকে আমি শুধু শুকনা মরিচের ফ্লেবারে চড়পটি বানিয়েছি দারুন টেস্ট হয়েছে খেতে।হঠাৎ খেতে ইচ্ছে করলে এইভাবেই করি।

ঝটপট চটপটি

#Happy আজকে আমি শুধু শুকনা মরিচের ফ্লেবারে চড়পটি বানিয়েছি দারুন টেস্ট হয়েছে খেতে।হঠাৎ খেতে ইচ্ছে করলে এইভাবেই করি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 2 কাপকেওড়া ভিজিয়ে রাখা
  2. শুকনা মরিচ গুরা স্বাধমত
  3. 2 টিআলু সিদ্ধ
  4. 1/2 কাপপেয়াজ কুচি
  5. দের চা চামচচটপটি মসলা
  6. 1 টিসিদ্ধ ডিম
  7. লবণ
  8. তেতুল গুলা পানি লেবুর রস ও শুকনা মরিচ দিয়ে গুলে নেয়া পানি
  9. 2 চা চামচলেবুর রস
  10. হলুদ গুরা ও ধনেজিরা গুরা সামান্য

রান্নার নির্দেশ

  1. 1

    বুট ভেজানো হলে সিদ্ধ করে ঠিক নামানোর কিছুক্ষন আগে হলুদ ও ধনেজিরা ও লবণ দিয়ে মিশিয়ে নিব দেন পানি শুকিয়ে নামিয়ে নিব

  2. 2

    দেন পেয়াজ,আলু,শুকনো মরিচ, লেবুর রস,চটপটি মসলা পরিমানমত লবণ দিয়ে মাখিয়ে নিব

  3. 3

    দেন পরিবেশন ডিস এ তেতুল এর পানি ও ডিম ঝুরি করে দিয়ে সাজিয়ে পরিবেশন করব।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes